বিগ ব্যাশ থেকে অবসর নিচ্ছেন জনসন

ছবি: মিচেল জনসন

অস্ট্রেলিয়ান ঘরোয়া টি টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক অজি ফ্রন্ট লাইন পেসার মিচেল জনসন। বুধবার 'দ্যা ওয়েস্ট অস্ট্রেলিয়ান' পত্রিকাকে এ বিষয়টি নিশ্চিত করেন তার ম্যানেজার স্যাম হালভর্সেন।
গত দুই মৌসুম ধরে সেখানে পার্থ স্কোরচার্সের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ফাস্ট বোলার। ২০১৬-১৭ মৌসুমে স্কোরচার্সদের শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন জনসন। সেবার ফাইনালে সিডনি সিক্সার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি।
চার ওভার বোলিং করে মাত্র তের রান দিয়েছিলেন এই পেসার। পাশাপাশি একটি উইকেটও লুফে নিয়েছিলেন তিনি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটি ম্যাচে তার এমন স্পেল অত্যন্ত অর্থপূর্ণ ছিল পার্থ স্কোরচার্সের জন্য।

তবে বিগ ব্যাশের সামনের আসরে আর দেখা যাবে না এই ক্রিকেটারকে। সামনের বিগ ব্যাশে তার বয়স হবে ৩৭। আর এই বয়সে এত লম্বা সময়ের টুর্নামেন্টের চাপ নেয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার ম্যানেজার হালভর্সেন।
তবে তিনি দেশের বাইরের বিভিন্ন সল্প দীর্ঘ টুর্নামেন্টগুলো খেলবেন। আর সে অনুসারে আরব আমিরাতের টি টেন লীগে অংশ নিতে যাচ্ছেন এই তারকা বোলার। এ প্রসঙ্গে ম্যানেজার হালভর্সেনের ভাষ্য,
'বিগ ব্যাশের দীর্ঘতা এবং সেখানে শারীরিক চাপ এতই প্রখর থাকে যে ৩৭ বছর বয়সী একজন ক্রিকেটারের জন্য তা সহনীয় নয়। মিচেল আরব আমিরাতের টুর্নামেন্টে নাম দিয়েছে। কিন্তু সেটা বিগ ব্যাশের দীর্ঘতার তুলনায় অর্ধেক।'