সিরিজ জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে চায় ইংলিশরা

ছবি: জনি বেয়ারস্টো

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস টেস্ট সিরিজেও ধরে রাখতে চান ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। স্কাই স্পোর্টস নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ওয়ানডে সিরিজে ইংলিশরা অনেকটা চাপেই ছিল বলা যায়। আর সিরিজটি জেতার ফলে এই চাপ থেকে মুক্তি পেয়েছে তারা, এমনটাই মনে করছেন বেয়ারস্টো। আসন্ন টেস্টেও এমনভাবেই চাপমুক্ত হয়ে খেলতে চায় তার দল।
তবে ওয়ানডে এবং টেস্ট দুটি সম্পূর্ণই আলাদা ফরম্যাট। তবুও এই জয়কে প্রেরনা হিসেবে টেস্টও কাজে লাগাতে আশাবাদী ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান বেয়ারস্টো। এ প্রসঙ্গে তিনি বলেন,

'র্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়ে দুই নম্বর দলের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সিরিজটি জয়ের ফলে কিছুটা হলেও চাপমুক্ত হয়েছি। আমরা এই আত্মবিশ্বাস টেস্ট দলেও বয়ে নিতে চাই। তবে এটা মানতেই হবে টেস্ট ক্রিকেট সম্পূর্ণই আলাদা। এটি ভিন্ন একটি ফরম্যাট এবং ভিন্ন পর্যায়ের একটি খেলা।'
এদিকে কোহলিদের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে নিস্প্রভ ছিলেন ডানহাতি ব্যাটসম্যান জো রুট। তবে ওয়ানডে সিরিজে নিজের চেনা রূপে ফিরে এসেছেন এই ব্যাটসম্যান। করেছেন টানা দুটি শতক। যার ফলশ্রুতিতে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
আর এর জন্য রুটকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে বলে জানান বেয়ারস্টো। একইসাথে এই ধারাবাহিকতা যেন সামনের ম্যাচ গুলোতেও থাকে এমনটাই প্রত্যাশা করছেন তিনি। নিজের সতীর্থ রুটকে নিয়ে তার ভাষ্য,
'আমি জানি সে (রুট) এর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে। ভাবি নি সে এতদ্রুত ফর্মে ফিরে আসবে। সিরিজ সেরার পুরস্কার তারই প্রাপ্য ছিল। কারণ সে আমাদেরকে যেভাবে জয়ের পথ দেখিয়েছে। বিশেষ করে হেডেংলিতে। আশা করছি গত দুই ম্যাচের মতো সামনের খেলা গুলোয়ও সে ভালো রান করতে পারবে।'