ধৈর্যের প্রতিমূর্তি সাব্বিরের সাফল্য গাঁথা

ছবি:

শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান। ১৬৫ রানের ইনিংস খেলে লঙ্কান স্পিনার লক্ষণ সান্দাকানের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন তিনি।
সাব্বিরের রান দেখেই মনে হতে পারে ডাবল সেঞ্চুরি মিস করেছেন তিনি। কিন্তু সাব্বির বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন পরে সাদা পোশাকের ক্রিকেটে ইনিংসটি তার নিজের কাছেই মনে হচ্ছে অবিশ্বাস্য। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জানান,
'হ্যাঁ আপনি বলতেই পারেন আমি ডাবল সেঞ্চুরি মিস করেছি, কিন্তু আমি বলবো সাদা পোশাকে একটা সেঞ্চুরি আমার অনেক বেশি দরকার ছিল। অবশ্য এই ব্যাপারে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে। মাঝপথে নেমে সেঞ্চুরি করা এটা কি আসলেই আমি ছিলাম নাকি অন্য কেউ।'

তবে ইনিংসটি খেলা সাব্বিরের জন্য কিছুটা কঠিন ছিল। কেননা গত ছয়মাস জাতীয় দল ছাড়া আর অন্য কোথাও খেলতে পারেননি সাব্বির। অবশ্য নিজের দোষেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
এবার তাই লঙ্কানদের বিপক্ষে এমন ইনিংস খেলে হারানো মানসিকতা উদ্ধারের চেষ্টায় আছেন তিনি। দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ভালো কিছু করার ব্যাপারে। ইনিংস নিয়ে আরও জানান,
'আমি আনন্দিত কেননা আমি ইনিংসটি খেলার সময় ধৈর্য হারাইনি। কাজটা কঠিন ছিল, শুরুতে সম্ভবত ৬৪ বল লেগেছিল আমার ১৪ রান করতে। আমি পরিশ্রম করতে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবে আমার উইকেটও কিন্তু বাজে কোনও বলে দেইনি।'