লেগস্পিনারের সমাধান দীর্ঘদেহী রিশাদ?

ছবি:

শ্রীলংকার বিপক্ষে এ দলে শুধু জায়গা মেলেনি মোসাদ্দেক হোসেন বা সাব্বির রহমানদের। জায়গা হয়েছে টাইগারদের অনেক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার তুষার ইমরানের। শুধু এরাই নন, এই দলে জায়গা পেয়েছেন ষোলো বছর ছুঁই ছুঁই করা রিশাদ হোসেনও।
কিন্তু কে এই রিশাদ হোসেন? টাইগারদের স্কোয়াডে জায়গা করে নেওয়া এই রিশাদ হচ্ছেন একজন লেগস্পিনার। ইতিমধ্যেই জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের আস্থাভাজন হয়েছেন তিনি।
তরুণ রিশাদের পারফর্মেন্সও আশা জাগানিয়া। নেট বোলার হিসেবে ইতিমধ্যেই পেয়েছেন সুখ্যাতি। বিশেষত্ব হল, ছয় ফুটের মতো লম্বা রিশাদ হোসেনের বোলিং করার ধরণ অনেকটা কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলের মতো।

তার মতোই জোরে বল করতে ভালবাসেন রিশাদ। বল করার পর কিছুটা লুপ আদায় করে নিতে পারেন তিনি, এই ক্ষমতা শুরু থেকেই ছিল তার। এসব গুনের কারণে 'এ' দলে জায়গা করে নিতে কষ্ট হয়নি তার।
তবে রিশাদ একেবারেই উড়ে এসে জুড়ে বসেননি। বছরের শুরু থেকেই ছিলেন জাতীয় দলের বোলারদের বিভিন্ন ক্যাম্পে। খেলেছেন অনূর্ধ্ব-১৭ দলের হয়েও, এমনকি ভারত সফরের অভিজ্ঞতাও আছে তরুণ রিশাদের।
দেশে একজন লেগস্পিনারের খুবই অভাব, একারণেই হয়তো জাতীয় দলে একটু আগেভাগে জায়গা দখল করে নিয়েছেন স্পিনার হান্টের মাধ্যমে উঠে আসা রিশাদ। নির্বাচকরাও রেখেছিলেন সতর্কদৃষ্টি।
রিশাদকে প্রশংসায় ভাসিয়েছিলেন অনূর্ধ্ব-১৭ দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্তও। এছাড়া সেই দলের প্রধান কোচ সোহেল ইসলামও শুনিয়েছিলেন আশার বাণী। দেশের প্রচলিত এক দৈনিককে বছরের শুরুতেই কোচ বলেছিলেন,
'রিশাদ হোসেন নামের একজন লেগস্পিনার আছে আমাদের দলে। স্পিনার হান্ট থেকে ও উঠে এসেছে। বোলিং ভালো করে। উচ্চতাও বেশ ভালো। একগুচ্ছ ক্রিকেটার আছে যারা খুবই সম্ভাবনাময়।'