promotional_ad

এক দশকের মধ্যে আইসিসির টুর্নামেন্ট জিততে পারে আফগানিস্তান: স্টেইন

ডেল স্টেইন ও আফগানিস্তান দল, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেমি ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে আফগানদের। প্রায় অসম্ভব সমীকরণের মাঝে টিকে আছে আফগানিস্তানের সেমি ফাইনালের ভাগ্য।

promotional_ad

এবার সেমি ফাইনালে খেলতে না পারলেও সাউথ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন মনে করেন এক দশকের মধ্যে আইসিসির টুর্নামেন্ট জিততে পারে আফগানরা। তবে এজন্য তাদের ধৈর্য ধরে খেলতে হবে বলে জানিয়েছেন স্টেইন। বর্তমানে মানুষের ধৈর্য অনেক কম। মানুষ লম্বা সময় ধরে কোনো কিছু দেখতে পারে না। এক্ষেত্রে তিনি ইন্সটাগ্রাম স্টোরির উদাহরণ টেনেছেন। এমন মানসিকতা আফগানিস্তানের খেলার মধ্যেও প্রভাব ফেলেছে বলে দাবি এই সাবেক পেসারের।


আরো পড়ুন

'পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে আফগানিস্তান', ওয়াসিম-ওয়াকারদের খোঁচা জাদেজার

১ ঘন্টা আগে
অজয় জাদেজা ও ওয়াসিম আকরাম

ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আগের দিনে অনেক খেলোয়াড় তাদের দক্ষতা এবং ধৈর্য বাড়ানোর জন্য কাউন্টি ক্রিকেট বা প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতেন। কিন্তু এখনকার সময়ে মানুষ ধৈর্য ধরতে পারে না। আমরা ইন্সটাগ্রাম স্টোরিতে দুই সেকেন্ডের বেশি কিছু দেখি না। আমার মনে হয় আফগানিস্তান খেলোয়াড়রাও তাদের ক্রিকেট খেলার সময় একই রকম আচরণ করেন।'


রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম। তারা সারা বছর টি-টোয়েন্টি খেলে থাকেন। অন্য যারা আছেন তারাও সীমিত ওভারের ক্রিকেট নিয়েই বেশি ব্যস্ত থাকেন। যেখানে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। তবে ওয়ানডে ক্রিকেটের ধরণ ভিন্ন। সেখানে সময়ের সঙ্গে সঙ্গে খেলায় পরিবর্তন আনতে হয়। তাই ক্রিকেটে উন্নতি করতে হলে ধৈর্য ধরতে হবে। আফগানিস্তানের ব্যাটারদের ক্ষেত্রেও ধৈর্যের অভাব দেখছেন স্টেইন। তারা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চায়। আফগানিস্তানের ক্রিকেটারদের এই ধারণা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন স্টেইন।



promotional_ad

তার ভাষ্য, 'তারা খুব দ্রুত কিছু ঘটাতে চায়। এই বলটি দিয়েই উইকেট নিতে হবে, উইকেট নেওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতা নেই। কখনও কখনও ব্যাটসম্যানরাও একই রকম আচরণ করেন। প্রথম ওভারেই তারা ছক্কা মারার চেষ্টা করে এবং খেলাকে দ্রুত এগিয়ে নিতে চায়। ক্রিজে এত বেশি নড়াচড়া হয় যে তারা দ্রুত রান তুলতে চেষ্টা করে।'


সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান এরই মধ্যে সমীহজাগানিয়া দল হয়ে উঠেছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কারণে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন দেশটির ক্রিকেটাররা। আইপিএল, এসএ টোয়েন্টি কিংবা বিগ ব্যাশ সব জায়গায় খেলে বেড়াচ্ছেন আফগান ক্রিকেটাররা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বড় সাফল্যের জন্য তাদের চারদিনের ম্যাচে বেশি সময় দেয়া প্রয়োজন বলে ধারণা স্টেইনের। চারদিনের ম্যাচ খেললে রশিদ-নবি কিংবা গুরবাজরা ধৈর্য ধরা শিখতে পারবেন। এই জিনিসটি রপ্ত করতে পারলে এক দশকের মধ্যে তারা আইসিসির টুর্নামেন্ট জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন স্টেইন।


আফগানস্তানের ভবিষ্যৎ নিয়ে স্টেইন বলেছেন, 'আফগানিস্তানের অনেক খেলোয়াড় বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন, যা তাদের জন্য দারুণ ব্যাপার। এটি তাদের আর্থিকভাবে লাভবান করে এবং শেখার জন্য ভালো। কিন্তু চার দিনের ক্রিকেটে কিছু সময় কাটানো তাদের জন্য সহায়ক হতে পারে (ধৈর্য শেখার জন্য)। কারণ ওয়ানডে ক্রিকেট মূলত টেস্ট ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণ। এতে কিছু মুহূর্ত আছে যেখানে যেখানে টি-টোয়েন্টির কৌশল প্রয়োজন হয়। কিন্তু ধৈর্য হল আফগানিস্তান খেলোয়াড়দের শেখার সবচেয়ে বড় বিষয়। একবার তারা যদি এটি রপ্ত করে, তাহলে নিশ্চিতভাবে আগামী দশকে তারা আইসিসির টুর্নামেন্ট জিততে পারে।'



চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আফগানিস্তানকে বাংলাদেশের চেয়ে ভালো দল বলে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচেই জিততে পারেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে তারা। অন্যদিকে আফগানিস্তান ঠিকই সেমি ফাইনালে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি করেছিল। সবকিছু ঠিক থাকলে স্টেইনের ভবিষ্যদ্বাণীও সঠিক প্রমাণ করতে পারেন আফগানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball