promotional_ad

'ভয়ডরহীন ক্রিকেটই আমার ন্যাচারাল খেলা'

promotional_ad

চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫৯.৬৬ গড়ে ১৭৯ রান সংগ্রহ করেছেন তিনি।


সর্বশেষ কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ব্যাট হাতে ম্যাচ ৬৭ রানের অপরাজিত একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই ব্যাটসম্যান। শুধু ডিপিএলেই নয়, আফিফ দুর্দান্ত ফর্মে ছিলেন কিছুদিন আগে শেষ হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও। 


ব্যাট হাতে ৪৬ গড়ে নিউজিল্যান্ডের মাটিতে তাঁর সংগ্রহ ছিলো ২৭৬ রান। যেখানে ছিলো ৪টি হাফসেঞ্চুরিও। শুধু ব্যাটিংয়ের দিক থেকেই নয়, বোলিংয়েও আফিফ ছিলেন সিদ্ধহস্ত। ৬ ম্যাচে ৫.৬৬ ইকোনমি রেটে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি।


মূলত ঘরোয়া ক্রিকেট ও বিশ্বকাপের এই পারফর্মেন্স দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডাক পেয়েছিলেন আফিফ। কিন্তু জাতীয় দলের আবহ সেভাবে বুঝে উঠতে না পারার কারণেই হয়তো নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়তে হয় তাঁকে। তবে সামনে সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। 


সম্প্রতি ক্রিকফ্রেঞ্জিকে দেয়া একটি ছোট্ট সাক্ষাৎকারে নিজের সামগ্রিক পারফর্মেন্স নিয়ে কথা বলেছেন ১৮ বছর বয়সী আফিফ হোসেন। আফিফের সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-- 


ক্রিকফ্রেঞ্জিঃ ডিপিএলের গত ম্যাচের পারফর্মেন্স নিয়ে কিছু বলুন-  



promotional_ad

আফিফঃ  আসলে তেমন কিছু বলার নেই, আমি মূলত অবস্থা বুঝে ভালো ব্যাটিংয়ের চেষ্টা করেছি। আগামীতেও সেটাই করবো।   


ক্রিকফ্রেঞ্জি-ঃ দ্বিতীয় টি টোয়েন্টি থেকে বাদ পড়ার বিষয়টি কিভাবে দেখছেন? 


আফিফঃ  দল থেকে বাদ পড়ার বিষয়টি আসলে তেমন বড় করে দেখছি না। টিম কম্বিনেশনের কারণেই ড্রপ হয়েছিলাম। সামনে আবারো সুযোগ আসতে পারে, তখন কাজে লাগানোর চেষ্টা করবো। 


ক্রিকফ্রেঞ্জি- নিদাহাস ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে... 


আফিফঃ  নিদাহাস ট্রফি নিয়ে আসলে আমার কোনো ভাবনা নেই। আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই নিজের সেরা পারফর্ম করার চেষ্টা করবো।


ক্রিকফ্রেঞ্জি-  সাকিবের সাথে অনেকেই আপনার তুলনা করে থাকে। অনেকেই আপনার মধ্যে সাকিবের ছায়া দেখতে পায়। এই নিয়ে আপনার অভিমত? 



আফিফঃ  সাকিব ভাইয়ের সাথে তুলনা যেকোনো কারোই ভালো লাগার কথা। যখন ভালো করি তখন অনেকেই ভালো কথা বলে। তখন আসলে নিজেরও ভালো আগে। 


ক্রিকফ্রেঞ্জি- সাকিবের কোন দিকটি আপনাকে অনুপ্রাণিত করে?  


আফিফঃ  সাকিব ভাইয়ের খেলা অনেক ভালো লাগে। সবসময় ইতিবাচক থাকেন, ইতিবাচক খেলার চেষ্টা করেন, ব্যাটিং বোলিং সবদিক থেকেই। আমিও সবসময় এটাই চেষ্টা করি।


ক্রিকফ্রেঞ্জি- আপনি বরাবরই ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করেন আমরা যেটি দেখে এসেছি। এভাবে খেলতে কি কখনো কখনো সমস্যায় পড়তে হয় না?


আফিফঃ  ছোটবেলা থেকে আমি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করি। এটাই আমার ন্যাচারাল খেলা। আর ভালো হোক খারাপ হোক এভাবেই আমি খেলার চেষ্টা করি সবসময়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball