promotional_ad

নাজুক অবস্থায় আশরাফুলরা, শীর্ষে মাশরাফি বাহিনী

promotional_ad

চলছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ইতিমধ্যে খেলা হয়ে গেছে টুর্নামেন্টের চারটি রাউন্ডের। আর চার রাউন্ড শেষে সবকয়টি ম্যাচ খেলে ১২টি দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে মাশরাফি বিন মর্তুজার দল আবাহনী লিমিটেড। 


এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে এসেছে নাসির, মাশরাফিদের নিয়ে গড়া আবাহনী। বলা যায় প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে মাশরাফি বাহিনী। 


৪ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এরপর যথাক্রমে শীর্ষ পাঁচে অবস্থান প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (৩ জয়), শাইনপুকুর ক্রিকেট ক্লাব (২ জয়) এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের (২ জয়)।    


এদিকে পয়েন্ট টেবিলের অনেকটাই নাজুক অবস্থায় আছে মোহাম্মদ আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র। মাত্র ১টি জয় নিয়ে টেবিলের ১০ নম্বরে অবস্থান তাদের। 


এক নজরে দেখে নিন চার রাউন্ড শেষে ডিপিএলের শীর্ষ ১২ দলের তালিকাটি- 


১। আবাহনী লিমিটেড- (জয় ৪টি, পরাজয়- ০, পয়েন্ট- ৮, রান রেটঃ ১.৫৮০)



promotional_ad

২।শেখ জামাল ধানমন্ডি ক্লাব (জয় ৩টি, পরাজয়- ১টি, পয়েন্ট- ৬, রান রেটঃ ০.২৪৬) 


৩। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (জয় ৩টি, পরাজয়- ১টি, পয়েন্ট- ৬, রান রেটঃ -০.২২৫) 


৪। শাইনপুকুর ক্রিকেট ক্লাব (জয় ২টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৪, রান রেটঃ ০.৭০২)  


৫। মোহামেডান স্পোর্টিং ক্লাব ((জয় ২টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৪, রান রেটঃ ০.৪৭৫) 


৬। লিজেন্ডস অফ রুপগঞ্জ (জয় ২টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৪, রান রেটঃ ০.৩৪১) 


৭। ব্রাদার্স ইউনিয়ন (জয় ২টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৪, রান রেটঃ -০.৫৫০) 



৮। অগ্রণী ব্যাংক (জয় ২টি, পরাজয়- ২টি, পয়েন্ট- ৪, রান রেটঃ -০.৫৭৯) 


৯। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (জয় ১টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ২, রান রেটঃ -০.০৪০) 


১০।  কলাবাগান ক্রীড়া চক্র (জয় ১টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ২, রান রেটঃ -০.৩৬৫) 


১১। গাজি গ্রুপ অফ ক্রিকেটার্স (জয় ১টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ২, রান রেটঃ -০.৪৮৮) 


১২। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (জয় ১টি, পরাজয়- ৩টি, পয়েন্ট- ২, রান রেটঃ -১.০৪০) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball