promotional_ad

ক্রিকেটের 'আঁতুড় ঘর' রক্ষায় বিসিবির উদ্যোগ

promotional_ad

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন পর্যন্ত যেসব তারকা ক্রিকেটার খেলেছেন তাদের মধ্যে বেশিরভাগেরই হাতে খড়ির শুরুটা হয়েছিলো সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সেই নাইমুর রহমান দুর্জয় থেকে শুরু করে হালের সাকিব আল হাসান, কিংবা মুশফিকুর রহিম সকলেই ছিলেন এই প্রতিষ্ঠানের ছাত্র।  


কিন্তু অতীব দুঃখের বিষয় দেশের ক্রিকেটারদের আঁতুড় ঘর হিসেবে বিবেচিত সেই বিকেএসপিই হারাতে যাচ্ছে তাদের ঐতিহ্য। কেননা পরিসংখ্যান বলছে গত কয়েক বছর থেকে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটার তেমন একটি উপহার দিতে পারেনি বিকেএসপি।


এর পেছনে কারণ কি থাকতে পারে তারই একটি ব্যাখ্যা অবশ্য পাওয়া গিয়েছে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমানের কাছে। দেশীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগের মতো বিকেএসপির একচেটিয়া আধিপত্য আর নেই। মূলত এর পেছনে ক্লাবগুলোকেই দায়ী করেছেন তিনি। সামছুর রহমান বলেন,



promotional_ad

'বিকেএসপির আগের মতো আর একচেটিয়া আধিপত্য নেই। বিভিন্ন ক্লাব গড়ে উঠেছে। ক্রিকেট খেলাটা এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে আমাদের পক্ষে আগের মতো খেলোয়াড় দেয়া আর সম্ভব হচ্ছে না। এই কারণেই আমরা সন্দিহান যে ভবিষ্যতে আমরা কি ভালো খেলোয়াড় দিতে পারবো কিনা।'


এদিকে বিকেএসপি থেকে ক্রিকেটার উঠে আসার পরিমাণ কমে যাওয়ায় শঙ্কিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আর সেই কারণে প্রতিষ্ঠানটিকে আবারো সমৃদ্ধশালী করে তোলার লক্ষ্যে বিদেশি কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, 


'বিকেএসপির সাথে আমার কথা হয়েছে। এখানে আমি বিদেশি কোচ এনে দিতে চাচ্ছি। আমরা আমাদের খরচেই কোচ এনে দিচ্ছি। কিন্তু ওখান থেকেই যেন আমরা প্রায় রেডিমেড ক্রিকেটারকে পাই। অন্তত এ দলের জন্য, কিংবা অনূর্ধ্ব ১৯ দলের জন্য এমনকি জাতীয় দলের জন্যেও।' 






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball