promotional_ad

ম্যাককালামও বলছেন ‘জঘন্য উইকেট’

promotional_ad

রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল বুধবার ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে চলমান বিপিএলে গ্রুপ পর্বের খেলা শেষ করার। কিন্তু এদিন তারা ঢাকার কাছে ৪৩ রানে হেরে টেবিলের চতুর্থ স্থানে থেকেই গ্রুপ পর্বের খেলা শেষ করেছে তারা। 


এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ঢাকা স্কোরবোর্ডে মাত্র ১৩৭ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় ঢাকা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় রংপুর রাইডার্সরা।


এদিকে আজকের ম্যাচে ইনজুরির কারণে খেলেননি রাইডার্সদের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তোজা। যেকারণে ২০১৫ সালের নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া দলপতি ব্রেন্ডন ম্যাককালামের কাঁধে উঠেছিলো আজকের ম্যাচের অধিনায়কত্ব।



promotional_ad

তবে ম্যাককালামের নেতৃত্বে জিততে পারেনি রাইডার্সরা। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাককালাম জানালেন বিগত কয়েক ম্যাচের মত আজকের ম্যাচের উইকেটও জঘন্য ছিল।  


ইতিমধ্যে ঢাকার উইকেট নিয়ে কম সমালোচনা হয়নি। তারপরও টি-টুয়েন্টিতে এমন উইকেট পাওয়াকে হতাশাজনক হিসেবে দেখছেন সাবেক এই কিউই দলপতি। তিনি জানান,


'আমার মনে হয় এটা খুব ‘পুওর’ উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে মানুষজন রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এরকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আমার মনে হয় আজ যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball