promotional_ad

হাথুরুর বদলী পুরনো পাইবাস?

promotional_ad

চন্ডিকা হাথুরুসিংয়ের বিদায়ের পর আপাতত শুন্য পড়ে আছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ। অল্প সময়ের জন্য সাবেক কাপ্তান খালেদ মাহমুদ সুজনকে কোচের দায়িত্ব দেয়ার কথা শোনা গিয়েছিল। 


যদিও স্থায়ীভাবে কোচিং পদে একজন বিদেশিকেই চায় বিসিবি। ইতিমধ্যে টম মুডি, অ্যান্ডি ফ্লাওয়ারদের মত হাই প্রোফাইল কোচদের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এবার বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাসের নাম শোনা যাচ্ছে।


পাইবাসের টাইগার কোচ হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত না হলেও আজ সন্ধ্যায় ঢাকা আসছেন। আগামীকাল (৬ই ডিসেম্বর) বিসিবি'র সাথে বসতে পারে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তবে কখন বসবেন সময়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। 



promotional_ad

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, তিনি আজ সন্ধ্যায় আসছে। তবে সাক্ষাৎকারের সময়টা নির্দিষ্ট করে বলতে পারছি না। হয়তো কাল দুপুরের দিকে বসবেন।’ 


এর আগে ২০১২ সালে কোচ স্টুয়ার্ট ল'র স্থলাভিষিক্ত হয়েছিল ব্রিটিশ বংশদ্ভুত দক্ষিণ আফ্রিকান এই কোচ। তবে মাত্র  চারমাসের টাইগারদের কোচিং করানোর অভিজ্ঞতা খুবই বাজে ছিল পাইবাসের। ছুটি, বেতন ভাতা এমনকি খাবার নিয়েও বিসিবি'র সাথে মতানৈক্য হয়েছিল এই কোচের।


সবশেষে, ২০১২ সালের সেপ্টেম্বরে এসে বিসিবি'র সাথে অম্ল-মধুর এই সম্পর্কের ইতি টানেন পাইবাস। এদিকে, সাউথ আফ্রিকা সিরিজের পরে তামিম-সাকিবদের সাথে তিন বছরের কোচিং সম্পর্কের ইতি টানেন শ্রীলঙ্কান কোচ হাথুরু। তবে জানুয়ারিতে দেশের মাঠে শ্রীলঙ্কার সাথে সিরিজের আগে দলের কোচ নিয়োগ দিতে চান বিসিবি।



সবমিলিয়ে, হাথুরুর মত তীক্ষ্ণ ক্রিকেট মেধার পাশাপাশি দলকে নিয়ন্ত্রনে পারদর্শী একজনকে খুঁজছেন দেশের ক্রিকেট অভিভাবকরা। সেক্ষেত্রে, পাইবাসের পাশাপাশি সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স ও সাবেক অস্ট্রেলিয়ান জিওফ মার্শের নামও শোনা যাচ্ছিল বেশ জোরালোভাবে। তবে পাইবাসের সাথে আগামীকাল সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করলেও বাকী দুইজনের সাক্ষাৎ এখনো নিশ্চিত নয়। 


বিসিবি মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস আরো বলেন, ' আপনারা জানেন যারা এখানে সংক্ষিপ্ত তালিকায় আছেন, ওরা যদি নিশ্চিত করে সাক্ষাৎকার দিতে আসবে তার আগের দিন আমরা জানাবো। এখন জানালে তারা এখন কোথাও না কোথাও চাকরি করছেন। এখন নাম প্রকাশ করলে, তাদের সেখানে সমস্যা হতে পারে। সে জন্য ভালো হয়, আমরা অপেক্ষা করি। একজন একজন করে আসুক, তারপরই জানানো হবে কে আসবেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball