promotional_ad

বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

শেখ হাসিনা স্টেডিয়ামের আগের ডিজাইন, বিসিবি
রাজধানী ঢাকার পূর্বাচলে নির্মিত হওয়ার কথা ছিল শেখ হাসিনা স্টেডিয়ামের। তবে নানা জটিলতার কারণে এখনও শুরু হতে পারেনি স্টেডিয়ামের কাজ। তবে স্টেডিয়ামের কাজ শুরুর আগেই বদলে গেল স্টেডিয়ামের নাম। এই স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এনসিজি নামে।

promotional_ad

সোমবার বিসিবির ১৮ তম বোর্ড সবা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুর দেড়টা থেকে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু।  সেখানেই শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে কথা বলেছেন এই দুই কর্মকর্তা। 


মিঠু বলেছেন,  ‘২০৩১ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করতেই হবে আমাদের। তবে আপাতত মাঠ তৈরিতেই আমরা জোর দিচ্ছি। দুটি মাঠ তৈরি হচ্ছে সেখানে। ১৮টি পিচ থাকবে, নেট অনুশীলন থেকে শুরু করে সুযোগ-সুবিধা থাকবে যথেষ্ট। অস্থায়ী ড্রেসিং রুমও থাকবে, পরে যা সরিয়ে স্থায়ী করা হবে। আশা করি, আগামী মৌসুমে এই দুই মাঠে ঘরোয়া ক্রিকেট চালাতে পারব আমরা। আমাদের মাঠের সংকটও তাতে কমবে কিছু।’



promotional_ad

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই স্টেডিয়ামের অনেক কিছুই বদলে যাওয়াটা স্বাভাবিক। এবার সেই পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই স্টেডিয়ামের নাম বদলে গেল। শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়।


সেখানে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের অধীনে সেই জমিতে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের সঙ্গে একটি স্টেডিয়ামসহ দুটি মাঠের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল 'দ্য বোট' নামের এই স্টেডিয়াম আর নৌকার আদলে বানানো হচ্ছে না।  শ্রীঘ্রই নতুন ডিজাইন অনুমোদন দেয়া হবে।



বিসিবি মূলত ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছিল। তবে দেশে ক্ষমতার পটপরিবর্তনের পর স্টেডিয়ামটির ভবিষ্যত শঙ্কায় পড়ে যায়। এবার জানা গেছে বেশ জোরেশোরেই এই স্টেডিয়ামের কাজ শুরু করতে চায় বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball