অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরে সাউথ আফ্রিকায়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
কদিন আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় পড়েছে শ্রীলঙ্কা। দেশটির সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
এ কারণে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়া হয়েছে। এই টুর্নামেন্টের নতুন আয়োজক হিসেবে সাউথ আফ্রিকার নাম ঘোষণা করেছে আইসিসি।

আজ ভারতে অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড সভা। সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
এর আগে গত ১০ নভেম্বর শ্রীলঙ্কার রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করে আইসিসি। মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসির সভাতেও তাদের এই স্থগিতাদেশ বহাল রেখেছে আইসিসি।
একটি সূত্র ক্রিকবাজকে বলেছে, ‘সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে নিষেধাজ্ঞা এখনই উঠিয়ে নেওয়া হবে না। ফলে দেশটিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রিকেট চালু থাকবে।’
শ্রীলঙ্কার পক্ষ থেকে আইসিসির এই সভায় অংশগ্রহণ করেছেন ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) ক্ষমতাচ্যুত সভাপতি শাম্মি ডি সিলভা। পূর্বানির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
যদিও একই সময় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। সূচি অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তবে সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে তারা দুটি টুর্নামেন্টই একই সময় আয়োজন করতে বদ্ধ পরিকর।