promotional_ad

নাঈমের কবজির মোচড়ে শুরু, তানজিদের কাঁচ ভাঙ্গা দিয়ে শেষ

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সুমন খানের মিডেল আর লেগ স্টাম্পে ফেলে বলকে কবজির মোচড়ে ঘুরিয়ে মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন নাঈম শেখ। তরুণ এই ব্যাটসম্যানের শটটি দেখে মনেই হলো না তিনি বিসিবি প্রেসিডেন্টস কাপে রানের দেখা পাননি। যেখানে ৪ ম্যাচে নাঈম করেছিলেন মাত্র ১২ রান, দুই ইনিংসে ফিরেছিলেন ০ রানে।


নাঈমের এই শটের পর মিরপুরের একাডেমি মাঠে উপস্থিত অনেকেই হাত তালি দিয়েছেন। এইচপি কোচ টবি রেডফোর্ড ক্রিজ সোজাসোজি বসেই দেখছিলেন তার ব্যাটিং। এর আগের দিন প্রায় ৪০ মিনিটের মতো নাঈমকে নিয়ে কাজ করতে দেখে গেছিল এই কোচকে। বুধবার বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কোন শটের ক্ষেত্রে পা বাড়াতে হবে বা মাথার পজিশনটা কেমন হবে।



promotional_ad

টবির আগের দিনের কাজ করা সে ইতিবাচক কিছুর জানান দিচ্ছিল তা আরও কয়েকবল পরও দেখা গেল। বাঁহাতি ব্যাটসম্যান সোজা ব্যাটে খেললেন মিড অন অঞ্চলে, বল সীমানার বাইরে। আবার এই সুমন খানের বলেই কভার ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বেঁচে যান তিনি। সে সময়েও টবি মনোযোগ সহকারেই দেখছিলেন শিষ্যের ব্যাটিং।


ম্যাচ পরিস্থিতি তৈরি করে শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন এইচপির ক্রিকেটাররা। নাঈম শেখের সঙ্গে জুটিতে ছিলেন শাহাদাত হোসেন দিপু।নাঈম যেখানে শটস খেলায় ব্যস্ত ছিলেন, অপরপ্রান্তে থাকা দিপু ব্যাটিং করছিলেন ধিরস্থিরভাবে। পেসারদের বিপক্ষে ভালোভাবে সামাল দিলেও, স্পিনার তানভির ইসলামের বলে স্কোয়র কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন এই তরুণ।


স্লিপে থাকা ফিল্ডার ক্যাচ মিস করলেও বল মাটিতে পরতে দেননি। হাত থেকে ক্যাচ ছুটলেও বল বাতাসে থাকা অবস্থাতেই লুফে লেগ লেগ স্লিপে থাকা আফিফ হোসেন। এমন শটের পরই বোলিং প্রান্তে এসে দিপুকে রক্ষণাত্মক ব্যাটিংয়ের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায় রেডফোর্ডকে। শুধু দিপুই নন নাঈমকেও বিভিন্ন পরামর্শ দিতে দেখা গেছে এই ইংলিশ কোচকে।



অপরপ্রান্তে থাকা নাঈম শেখ অবশ্য স্পিনারদের বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন। প্রায় ৫০ মিনিটের মতো চলে এই জুটির ব্যাটিং। বেলা সাড়ে ১১টার পর ক্রিজে আসেন আফিফ এবং তানজিদ তামিম। বুধবার নাঈমের সঙ্গে আফিফকে নিয়েও লম্বা সময় কাজ করেছিলেন টবি। পেসারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেছেন তিনি। শর্ট ডেলিভারিগুলোর বিপক্ষে কবজি ব্যবহার করে খেলার সঙ্গে থার্ড ম্যান-ফাইন লেগ অঞ্চলেও রান বের করেছেন।


তানজিদ তামিম স্পিনারদের বিপক্ষে ছক্কা হাঁকাতে গিয়ে ভেঙ্গেছেন গাড়ির কাঁচ। বেশ কয়েকবার ডাউন দ্যা গ্রাউন্ড খেলেছেন। এই বেলা ১২টার খানিক পর ঘটে কাঁচ ভাঙ্গার ঘটনা। হাসান মুরাদের বলে সামনে এগিয়ে এসে মারলে তা মিডিয়া সেন্টারের নীচে থাকা একটি গাড়িতে লেগে কাঁচ ভেঙ্গে যায়। শেষ সেশনে আকবর আলী-পারভেজ ঈমনরাও ব্যাটিংটাকে ঝালাই করে নিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টা বাজে শুরু হওয়া এইচপি দলের এই সেশন চলে দুপুর একটার খানিক আগ পর্যন্ত।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball