promotional_ad

লকডাউনে পরিশ্রমের ফল পাচ্ছেন পেসাররা

ছবি: ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনা মহামারির দীর্ঘ বিরতি কাটিয়ে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরেছে। জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের ক্রিকেটারদের তিন দলে ভাগ করে এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার অনুষ্ঠিত হবে এই আসরের ফাইনাল। 


এখন পর্যন্ত টুর্নামেন্টে আলাদা করে নজর কেড়েছেন পেসাররা। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদদের মতো অভিজ্ঞ পেসারদের সঙ্গে শরিফুল-সাইফউদ্দিনদের মতো তরুণরাও পারফর্ম করেছেন নিয়মিত। 



promotional_ad

প্রেসিডেন্টস কাপের অন্যতম সফল বোলার রুবেল হোসেনের মতে লক ডাউনে বসে না থেকে কঠোর পরিশ্রম করার দরুন সাফল্য পাচ্ছেন তাঁরা। নাজমুল একাদশের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে এমনটাই জানান তিনি।


রুবেল বলেন, ‘আমার কাছে মনে হয় এটা অনেক ভালো ব্যাপার। কারণ প্রত্যেকটা পেস বোলার, মানে প্রত্যেক ক্রিকেটারই এই মহামারির সময় অনেক কষ্ট করেছে। আমার কাছে মনে হয় সেটার ফল এখন পেস বোলাররা ভালোভাবে পাচ্ছে।’


প্রায় সব পেসার ভালো পারফর্ম করায় সেটা জাতীয় দলের জন্য আশাব্যঞ্জক বলে মনে করেন ডানহাতি পেসার রুবেল। তাঁর মতামত প্রতিযোগীতা থাকলে পারফর্ম করার তাড়না বৃদ্ধি পাবে বোলারদের মাঝে। সেকারণে ব্যক্তিগতভাবে নিজেদের এই প্রতিযোগীতামূলক পরিবেশ উপভোগও করেন তিনি। 



রুবেলের ভাষ্যমতে  ‘প্রতিযোগিতা থাকা ভালো। এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো কারণ প্রতিযোগিতা থাকলে একজন পেস বোলার যখন জাতীয় দলে খেলবে তখন দেখবে যে তার ব্যাপআপ দিতে আরো ভালো পেস বোলার রয়েছে তখন তার পারফরম্যান্স এবং সবকিছুই একটি ভিন্ন হবে। আমিও অনেক উপভোগ করি, প্রতিযোগিতা থাকলে আমার কাছে অনেক ভালো লাগে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball