promotional_ad

ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা, দেশে ফিরছেন কোচরা

ছবি: ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিসিবি প্রেসিডেন্টস কাপের পর ক্রিকেটারদের দুই সপ্তাহ বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই বিরতিতে বিদেশী কোচেরা ফিরে যাবেন নিজ নিজ দেশে। বোর্ডের এক কর্মকর্তা এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। 


আগামী মাসে শুরু হবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ। দীর্ঘ এই টুর্নামেন্টের পুরোটা সময়ই জৈব সুরক্ষা বলয়ের আওতায় থাকতে হবে তামিম-মুশফিকদের। এই কারণেই তাঁদেরকে মানসিকভাবে চাঙা রাখতে বিশ্রাম দেয়া হচ্ছে।  



promotional_ad

বিসিবির সেই কর্মকর্তা বলেন, 'আমার মনে হয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের একটা বিরতি দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের দুই সপ্তাহের বিশ্রাম দেয়ার।'


জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও প্রেসিডেন্টস কাপের দলগুলোর সঙ্গে আছেন কোচিং স্টাফের সদস্যরা। এই বিরতিটা তাঁরাও কাজে লাগাতে পারবেন বলে জানান বিসিবির সেই কর্মকর্তা। তবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ শুরু হলে আবারো বাংলাদেশে ফিরতে হবে তাঁদের।  


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন জৈব সুরক্ষা বলয়ে থাকা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ক্রিকেটার তথা সকলের জন্যই।



ডমিঙ্গো বলেন, ‘আমি আজ ৪৯তম দিন জৈব সুরক্ষা বলয়ে আছি। আমি হোটেলের বাইরে কোথাও যেতে পারছি না। অনুশীলন ও হোটেলের মধ্যেই দিন কাটছে। এটা সহজ নয়। ক্রিকেটাররা তিন সপ্তাহ ধরে জৈব সুরক্ষা বলয়ে আছে। তাদের দুয়েকজন আমাকে বলেছে এটা কঠিন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball