মুস্তাফিজ-তামিমদের কাছে দীক্ষা নিচ্ছেন শরিফুল

ছবি: ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের কল্যাণে যুব দলের অধিকাংশ ক্রিকেটার দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত। তবে তাঁদের মধ্যেও কয়েকজন আলাদা করে নজর কাড়তে সক্ষম হয়েছেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম তেমনই একজন। লম্বা
এই পেসার দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছেন চলতি বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে। এই আসরে তামিম একাদশের হয়ে খেলছেন তিনি। প্রথম ম্যাচে তেমন ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেকে চিনিয়েছেন শরিফুল। এখন পর্যন্ত প্রেসিডেন্টস কাপে দুই ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেন তিনি।

শরিফুলের দলে তামিম ইকবাল ছাড়াও রয়েছেন দেশ সেরা পেসার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা। জাতীয় দলের এই ক্রিকেটারদের কাছ থেকে নানা দীক্ষা নিচ্ছেন বলে জানিয়েছেন শরিফুল।
তিনি বলেন, ‘তামিম ভাই আমাকে বোলিং এর সময় বা নেট করার সময় অনেক কিছু বলে। তারপর মুস্তাফিজ ভাই আছে আমাদের দলে, উনাকে আমি অনেক প্রশ্ন করি, উনি সব কিছু সুন্দরভাবে শেখায়, বুঝায়। সাইফউদ্দিন ভাইকেও জিজ্ঞাসা করি। ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গা সম্পর্কে জানার চেষ্টা করি। তাদের সাথে সব কিছু শেয়ার করে ভালো লাগছে যে তাদের কিছু জিজ্ঞাসা করলে সাথে সাথে সুন্দর করে বুঝিয়ে দেয়।’
দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরতে পেরে নিজের ভালো লাগার কথাও ব্যক্ত করেছেন এই পেসার। প্রথম দিকে কিছুটা জড়তা থাকলেও ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠেছেন তিনি। সেকারণে আত্মবিশ্বাসও ফিরে পাচ্ছেন।
শরিফুলের ভাষায়, ‘অনূর্ধ্ব-১৯ এর পর প্রিমিয়ার লিগে একটা ম্যাচ খেলে এরপর ৬-৭ মাস পর সরাসরি এসেছি। অনুশীলন করার পরে ম্যাচ খেললাম। প্রথম দিকে ম্যাচ ফিটনেস, গেম সেন্সটা কাজ করছিলো না। এরপর দ্বিতীয় ম্যাচে আলহামদুলিল্লাহ মোটামুটি খেলেছি। ভালো লাগছে যে এতদিন পরে মাঠে ফিরেছি। মাঠ ছাড়া আসলে ভালো লাগে না।’