টস ভাগ্য যায়নি তামিমদের পক্ষে, একাদশে আকবর

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে মাঠে নামছে তামিম একাদশ এবং নাজমুল একাদশ। ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন এই অধিনায়ক। সেই ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে হারিয়েছিল শান্তবাহিনী। যে কারণে একাদশে কোনো পরিবর্তন আসেনি তাদের।

অন্যদিকে প্রথম ম্যাচে দলগত ব্যর্থতার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামছে তামিম একাদশ। হাতের চোটের কারণে একাদশের বাইরে থাকতে হচ্ছে মিনহাজুল আবেদীন আফ্রিদিকে। তার জায়গায় দলে ঢুকেছেন আকবর আলী।
নাজমুল একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন, মুকিদুল ইসলাম, নাইম হাসান, রিশাদ হোসেন।
তামিম একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আকবর আলী।