promotional_ad

সাজঘরে নাজমুল একাদশের দুই ওপেনার

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০৮ দিনের লম্বা অপেক্ষার পর রবিবার (১১ অক্টোবর) ক্রিকেট ফিরেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১৯৬ রানে অল আউট হয়েছে নাজমুল একাদশ। ১৯৭ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে নাজমুল একাদশ। 


১৯৭ রানের মাঝারি লক্ষ্যে শুরুটা ভালোই করেন নাজমুল একাদশের দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার। প্রথম ওভারে রুবেল হোসেনকে দুটি বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের সূচনা ক করেন সাইফ। তবে দলীয় ১৯ এবং ব্যক্তিগত ১৩ রানে লিটনের হাতে একবার জীবনও পান এই তরুণ।



promotional_ad

জীবন পেয়ে অবশ্য সেটাকে কাজে লাগাতে পারেননি সাইফ। ব্যক্তিগত ১৭ রানে এবাদত হোসেনের বলে স্লিপে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার। এরপর তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেনকে নিয়ে জুটি গড়েছিলেন সৌম্য সরকার।


দলকে ৫০'র ওপর নিয়ে  গেলেও এবাদতের বলেই থার্ড ম্যান অঞ্চলে রকিবুলের দুর্দান্ত ক্যাচে ২১ রানে ফেরেন সৌম্য। নাজমুলকে সঙ্গ দিতে এখন ক্রিজে নেমেছেন মুশফিকুর রহিম। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের দলীয় স্কোর ১১ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৪ রান।। নাজমুল ১৩ এবং মুশফিক ০ রানে ক্রিজে ব্যাট করছেন। জয়ের জন্য ৩৮ ওভারে ১৪৩ রান প্রয়োজন শান্তবাহিনীর। 


সংক্ষিপ্ত স্কোর:-



মাহমুদউল্লাহ একাদশ: ১৯৬/১০ (লিটন ১১, নাঈম ৯, মুমিনুল ০, ইমরুল ৪০, মাহমুদউল্লাহ ৫১, নুরুল হাসান ১৪,  সাব্বির ২২, আমিনুল ৬, আবু হায়দার ১৪*, রাকিবুল ১৫, রুবেল ১; তাসকিন ৩৭/২, আল আমিন ৪০/২, মুকিদল ইসলাম ৪৪/২, নাঈম হাসান ৩৯/১, সৌম্য ১/১) 


নাজমুল একাদশ: ৫৪/২-১২ ওভার (সাইফ ১৭, সৌম্য ২১, শান্ত ১২*, মুশফিক ০*) (এবাদত ২/২১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball