মানসিক সীমাবদ্ধতা মুখ্য বিষয় ছিল আকবরদের মনোবিদের ক্লাসে

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের কারণে মাঠের খেলা বন্ধ প্রায় ৪মাস। কবে নাগাদ খেলা ফের মাঠে ফিরবে এর কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে পরেছে ক্রিকেটারদের মানসিক ভাবে সতেজ রাখা। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরণাপন্ন হয়েছে মনোবিদ আলী আজহার খানের।
শনিবার কানাডা প্রবাসী এই মনোবিদ ভার্চুয়াল সেশন শুরু করেছেন। প্রথম দিন তার সেশনে ছিলেন এ বছর যুব বিশ্বকাপ জিতে আসা তরুণ ক্রিকেটাররা। আকবর আলী-মাহমুদুল হাসানদের নিয়ে মোট ৩টি সেশন করবেন এই মনোবিদ। ২০ এবং ২২ জুলাই আরও দুটি সেশন রয়েছে বিশ্ব চ্যাম্পি??নদের।
মনোবিদের এই ক্লাসে অংশ নেবেন নারী দলের ক্রিকেটাররাও। রোববার আলি খান কাজ করবেন সালমা জাহানারাদের নিয়ে। অনূর্ধ্ব-১৯ ও নারী দলের সঙ্গে মনোবিদের ক্লাস শেষ হওয়ার পর চাইলে জাতীয় দলের যে কোনো ক্রিকেটার তাঁর সঙ্গে পরামর্শ করতে পারবেন।

প্রথম দিন এই সেশন চলেছে প্রায় ২ ঘন্টা। নাম প্রকাশে অনিচ্ছুক যুব দলের এক ক্রিকেটার জানিয়েছেন, প্রথম দিন মানসিক সীমাবদ্ধতা নিয়ে লম্বা সময় কথা বলেছেন আলি খান। সেই সঙ্গে বেশ কয়েকটি প্রেরণাদায়ী ভিডিও দেখানো হয়েছে সেই সেশনে।
সেই ক্রিকেটার বলেন, 'অনেক্ষন ক্লাস হয়েছে, অনেক কিছু বলেছেন। আমাদের কিছু সাইকোলজিক্যাল বিষয় তিনি তুলে ধরেছেন। ক্রিকেটের মধ্যে, ক্রিকেটের বাইরে সবকিছুই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যেমন অনেক মোটিভেশনাল স্টোরি দেখিয়েছেন, ২ ঘন্টার মতো প্রায় ক্লাস হয়েছে।'
অনলাইন সেশনে সাকিব আল হাসান-তামিম ইকবালদের উদাহরণ টেনে প্রেরণাদায়ী কথা বলেছেন আলী খান। এই প্রসঙ্গে যুব দলের সেই ক্রিকেটার আরো বলেন, 'আমাদের আরো ক্লাস আছে, ৩টা সেশন হবে। তামিম-সাকিব ভাইদের কিছু উদাহরণ দিয়েছেন, জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে নিয়ে প্রেরণাদায়ী কথা বলেছেন। বাইরের দেশের অনেক খেলোয়াড়ের মনোবিদ হিসেবে ক্লাস নিয়েছেন উনি। টেনিস বা হকি খেলোয়াড়দেরও প্রেরণাদায়ী গল্প বলেছেন বুঝিয়েছেন।'
যুব দলের এসব ক্রিকেটারদের করোনা পরবর্তী সময়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত করছে বিসিবি। লম্বা সময় পর মাঠে ফিরলে যে সকল বাঁধা আসতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে প্রথম দিনের সেশনে।
নাম প্রকাশ করতে না চাওয়া সেই ক্রিকেটারের ভাষায়, 'আমরা যখন ক্রিকেটে ফিরব কি কি সমস্যায় পরতে হতে পারে, মানসিক দিক দিয়ে কি বাঁধা আসতে পারে এসব নিয়ে কাজ করাচ্ছে আমাদের। ধরেন আমরা অনেকদিন ধরে খেলার বাইরে। খেলতে নেমে দেখলাম অনেক কিছু মন মতো হচ্ছে না। এসব কিছু ব্যাপার যখন মাথায় আসছে সেগুলো নিয়ে উনি কথা বলেছেন। এগুলো আসলে কিভাবে সামাল দিতে হবে এই ব্যাপারে কথা বলেছেন। মানসিক সীমাবদ্ধতা কিভাবে সামলাতে হবে এসবই বুঝিয়েছেন' তিনি।'