সেরা ব্যায়াম বীরও মুশফিকই

ছবি: ছবি- সংগৃহীত

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||
তখন মাঠে ক্রিকেট খেলাও ছিল, ক্রিকেটারদের পদচারণায় মুখরিত ছিল 'হোম অব ক্রিকেট' মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গনও। এর মধ্যেই কোনো একদিন জিম থেকে উদোম শরীরে বের হওয়া মমিনুল হককে দেখে চোখ কপালে সাবেক ক্রিকেটার ও বর্তমানে নামী ধারাভাষ্যকার আতহার আলী খানের। তিনি ভাবতেই পারেননি, কোনো এক দিন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেনও 'সিক্স প্যাক' বানিয়ে ফেলবেন।
হাড়ভাঙা খাটুনিতে শরীরটাও তৈরি করা মমিনুল এই করোনাকালে নিশ্চয়ই নিজেকে আরো সুগঠিত করে নিয়েছেন। এই মুহূর্তে এটাই শুধু করার আছে। এতদিন মাঠের ক্রিকেটের বীরত্বই শুধু তারা দেখিয়েছেন। এখন খেলা না থাকায় ঘরে থাকার সময়টায় ক্রিকেটাররা ব্যয়াম বীর হিসেবেই নিজেদের জাহির করে চলেছেন। মাঠে ক্রিকেট ফেরার আগে কিংবা এমনকি ফিটনেস অনুশীলনের জন্য মাঠে প্রবেশাধিকারও যখন পাচ্ছেন না, তখন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা যেন আপাতত স্বস্তি খুঁজে নিয়েছেন ব্যয়াম বীরত্বেই।

এই বীরত্ব যে বা যারা দেখিয়ে চলেছেন, তাদের মধ্যে সবার আগে থাকা নামটি মুশফিকুর রহিমের। ক্রিকেটাররা সামাজিক যোগাযোগের মাধ্যমে যার যার ভেরিফায়েড পেইজ থেকে আপলোড দিচ্ছেন ঘরের ব্যয়ামের একের এক ভিডিও। মানুষ সেগুলো গোগ্রাসে গিলছেও, মিলছে হাজারে হাজার লাইক-শেয়ারও। তবে এখানে লড়াই হলে সবার থেকে বিপুল ব্যবধানে এগিয়ে থেকেই জিততেন মুশফিক। কারণ এমন কোনো দিন নেই যেদিন সোশ্যাল সাইটে ব্যয়ামের ভিডিও তিনি দিচ্ছেন না।
অনেকের কাছে একঘেঁয়েও লাগতে পারে এসব ভিডিও। মনে হতে পারে, কাহাতক আর ভালো লাগে! দেখতে একরকম মনে হলেও আসলে তা নয়। বিশেষজ্ঞ ট্রেনারদের করে দেওয়া রুটিন অনুযায়ী একেকদিন একেকরকমের ব্যয়ামকে গুরুত্ব দিচ্ছেন এই সাবেক অধিনায়ক। কোনোদিন শরীরের 'আপার পার্ট' শক্ত করার ব্যয়াম করছেন তো কোনোদিন 'লোয়ার পার্ট'। কোনো দিন থাকছে তার 'লেগস ডে' তো কোনো দিন আবার 'কোর ডে'।
নিষ্ঠার সঙ্গেই ঘরে ব্যয়াম করে ঘাম ঝরাচ্ছেন মুশফিক। সমানরকম নিষ্ঠায় ব্যয়ামের ভিডিও নিজের পেইজেও তুলে দিচ্ছেন। অবশ্য মুশফিকের নিষ্ঠা, একাগ্রতা ও নিবেদন নিয়ে কোনো সংশয়ই কোনো কালে ছিল না। থাকল না এই করোনাকালেও। পরিশ্রমে সবার চেয়ে এগিয়ে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান যেন ব্যয়ামেও সবার সেরা।
মাসল গঠনের জন্য তিনি ওজন তোলার ব্যয়ামও করেন। বাংলা সাহিত্যের পুরনো ভাষায় যাকে বলে 'মুগুর ভাজা'। মুগুর অন্যরাও ভাজছেন। মাহমুদুল্লাহ থেকে শুরু করে সৌম্য সরকার, বাদ যাচ্ছেন না কেউই। তারাও সোশ্যাল সাইটে ভিডিও এবং ছবি আপলোড দিচ্ছেন নিজ নিজ ব্যয়ামের। তবে মাঠের ক্রিকেটের মতো ঘরের ব্যয়ামেও ধারাবাহিক মুশফিকের ধারেকাছেও কেউ নেই। ভিডিও দেওয়াতেও 'মোস্ট কনসিসটেন্ট' পারফরমার এই মুশফিকই।