promotional_ad

অবলীলায় বাউন্ডারি হাঁকাতে পারে লিটন: তামিম

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম স্টাইলিশ হিসেবে গণ্য করা হয় লিটন কুমার দাসকে। বাউন্ডারি হাঁকাতে পারদর্শীতার ক্ষেত্রেও বেশ এগিয়ে আছেন তিনি। এমনকি সাধারণ ক্রিকেটীয় শট খেলেও বল সীমানা ছাড়া করার নজীর একাধিকবার রেখেছেন ২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


ওপেনার তামিম ইকবাল তাই লিটনের সামর্থ্যের প্রশ্নে কখনোই দ্বিধা প্রকাশ করেন না। শনিবার (১৬ মে) ফেসবুকে এক লাইভ আড্ডায় একযোগে যুক্ত হন তামিম, লিটন, মুমিনুল এবং সৌম্য। পরবর্তীতে সেখানে যোগ দেন স্পিনার তাইজুল ইসলামও।  



promotional_ad

বাউন্ডারি মারার ব্যাপারে লিটনকে অতিরিক্ত পরিশ্রম করতে মানা করেছেন তামিম। কারণ তাঁর বিশ্বাস যেকোনো শটই সীমানা ছাড়া করতে পারবেন লিটন। একই সঙ্গে বাউন্ডারি মারার ব্যাপারে নিজের চেয়েও বেশি লিটনকে এগিয়ে রেখেছেন অভিজ্ঞ ওপেনার তামিম। 


লিটনের উদ্দেশ্যে তামিম বলেন, ‘আমি তোকে (লিটন) বারবার বলি, অতিরিক্ত কিছু করতে যাস না। এমনিতেই হবে। আমাকে হয়তো জোর করে মারতে হয় বা বাড়তি ঝুঁকি নিতে হয়। কিন্তু তোর মধ্যে এমন গুণ আছে তুই সাধারণ ক্রিকেটীয় শট খেললেই বাউন্ডারি হয়ে যায়।'


শুরুর দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত লিটন সম্প্রতি কিছুটা পরিবর্তন এনেছেন মানসিকতায়। গত কয়েক ম্যাচের ব্যাটিং দেখে তাঁকে আগের চেয়ে অনেকটাই পরিণত বলে ঠাওর হয়েছে। নির্দিষ্ট করে বলতে গেলে গত বিপএল থেকেই এই লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে।



এর রহস্য খোলাসা করে লিটন বলেছেন, ‘এর আগে নেটে আমি খুব অল্প সময় অনুশীলন করে চলে যেতাম। কিন্তু অনুধাবন করলাম আমি এটা করে সফল নাও হতে পারি। অন্য কিছু চিন্তা করা উচিৎ। এখন অনেক অনুশীলন করি, কত দেরিতে খেলা যায়। দেরিতে খেললে এখন ভিশন অনেক ভালো হয়ে যায়, বল ভালো দেখতে পারি। আমার জন্য ক্রিকেট সহজ হয়ে যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball