লক্ষ্মণ না থাকলেও করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
খেলা শুরু হওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারের কভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বর্তমানে অনেক মানুষের করোনা ধরা পড়েছে কোনো প্রকার লক্ষ্মণ ছাড়াই। সেই কারণে ক্রিকেটারদের নিয়ে বেশ উদ্বিগ্ন বিসিবি।
করোনা সনাক্ত করতে পরীক্ষার বিকল্প দেখছে না বোর্ড তথা চিকিৎসক দেবাশীষ। কোনো ক্রিকেটারের করোনা লক্ষ্মণ না থাকলেও তাঁর পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সরকারের সাহায্য প্রার্থনা করছেন বিসিবির এই চিকিৎসক।

দেবাশীষ বলেন, 'আমরা আমাদের খেলোয়াড়দেরকে পরীক্ষা করানোর চেষ্টা করবো, এরপর আমরা সরকারের কাছে আর্জি জানাবো যে আমরা পরীক্ষা অব্যাহত রাখতে চাই খেলোয়াড়দের মধ্যে লক্ষ্মণ ধরা না পড়লেও। এটি করবো শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে। যদি সরকার আমাদের সাহায্য করে তাহলে আমরা এটি করবো। আর যদি তারা প্রাইভেট সেক্টরে এটি খুলে দেয় তাহলে সেখানে আমরা সহজে যেতে পারবো।'
মরণঘাতী করোনাভাইরাসের পরীক্ষা এখন পর্যন্ত বাংলাদেশে সহজলভ্য হয়ে উঠেনি। সরকারের পৃষ্ঠপোষকতাতেই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কভিড ১৯ এর। তবে দেবাশীষের প্রত্যাশা আগামী এক মাসের মধ্যে প্রাইভেট সেক্টরেও এর কার্যক্রম (পরীক্ষা) শুরু করা সম্ভব হবে।
দেবাশীষের ভাষ্যমতে, 'দেখুন কভিড ১৯ এর পরীক্ষা প্রাইভেট সেক্টরে এখনও সহজলভ্য নয়। এটি এখনও সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে এবং এটি করতে সরকারের কিছু নিয়ম নীতি মানতে হয়। যে ব্যক্তির মধ্যে কোনো লক্ষ্মণ নেই তাঁকে পরীক্ষা করা হচ্ছে না। আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে সরকার প্রাইভেট সেক্টরে এটি শুরু করবে। আপনারা অ্যাপোলো (বর্তমানে এভারকেয়ার) কিংবা ইউনাইটেড হাসপাতালে পরীক্ষা করাতে পারবেন যদি চান। যদি এই অপশন খুলে না দেয়া হয় তাহলে আমাদের কিছু করার নেই।'