promotional_ad

নাসুম-লিখনকে প্রশংসায় ভাসালেন নিক্সন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ ছিলেন পল নিক্সন। সেখানে খুব কাছ থেকে বাংলাদেশের অলরাউন্ডার নাসুম আহমেদকে দেখেছিলেন তিনি। দারুণ কার্যকরী এই অলরাউন্ডারকে তিনি পাকিস্তানের ইমাদ ওয়াসিমের সঙ্গেও তুলনা করেছিলেন।


রবিবার (৩ মে) ক্রিকফ্রেঞ্জির সঙ্গে লাইভ আড্ডায় এসেছিলেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। সেখানেও নাসুমের প্রশংসা করেছেন তিনি। তবে তাঁর ফিল্ডিংয়ের আরও উন্নতি করতে হবে বলে জানিয়েছেন নিক্সন।



promotional_ad

নাসুমের প্রশংসা করে নিক্সন বলেন, 'নাসুম অসাধারণ ছিল। আমার মতে সে গেল বিপিএলের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার। তারও ফিল্ডিংয়ের প্রতি নজর দিতে হবে। আমি আশাবাদী সে উন্নতি করতে পারবে।'


বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছিলেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। এই স্পিনারকেও প্রশংসায় ভাসিয়েছেন নিক্সন। তিনি জানিয়েছেন, জাতীয় দলের বাইরে থাকা এই স্পিনারের আত্মবিশ্বাস ছিল তলানিতে। তবে পরিশ্রমের মাধ্যমে সে তাঁর আত্মবিশ্বাস অর্জন করেছিল।


নিক্সন বলেছেন, 'লিখন যখন আমাদের কাছে এসেছিল তখন তার পর্যাপ্ত আত্মবিশ্বাস ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে উপযুক্ত আত্মবিশ্বাস অর্জন করেছিল। সে যেমন আত্মবিশ্বাসের সাথে বলের দিকে ঝাপিয়ে পড়ত সেটি ছিল অসাধারণ। তবে তার ফিল্ডিংয়ের প্রতি আরও মনোযোগ দিতে হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball