নাসুম-লিখনকে প্রশংসায় ভাসালেন নিক্সন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ ছিলেন পল নিক্সন। সেখানে খুব কাছ থেকে বাংলাদেশের অলরাউন্ডার নাসুম আহমেদকে দেখেছিলেন তিনি। দারুণ কার্যকরী এই অলরাউন্ডারকে তিনি পাকিস্তানের ইমাদ ওয়াসিমের সঙ্গেও তুলনা করেছিলেন।
রবিবার (৩ মে) ক্রিকফ্রেঞ্জির সঙ্গে লাইভ আড্ডায় এসেছিলেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। সেখানেও নাসুমের প্রশংসা করেছেন তিনি। তবে তাঁর ফিল্ডিংয়ের আরও উন্নতি করতে হবে বলে জানিয়েছেন নিক্সন।

নাসুমের প্রশংসা করে নিক্সন বলেন, 'নাসুম অসাধারণ ছিল। আমার মতে সে গেল বিপিএলের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার। তারও ফিল্ডিংয়ের প্রতি নজর দিতে হবে। আমি আশাবাদী সে উন্নতি করতে পারবে।'
বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছিলেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। এই স্পিনারকেও প্রশংসায় ভাসিয়েছেন নিক্সন। তিনি জানিয়েছেন, জাতীয় দলের বাইরে থাকা এই স্পিনারের আত্মবিশ্বাস ছিল তলানিতে। তবে পরিশ্রমের মাধ্যমে সে তাঁর আত্মবিশ্বাস অর্জন করেছিল।
নিক্সন বলেছেন, 'লিখন যখন আমাদের কাছে এসেছিল তখন তার পর্যাপ্ত আত্মবিশ্বাস ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে উপযুক্ত আত্মবিশ্বাস অর্জন করেছিল। সে যেমন আত্মবিশ্বাসের সাথে বলের দিকে ঝাপিয়ে পড়ত সেটি ছিল অসাধারণ। তবে তার ফিল্ডিংয়ের প্রতি আরও মনোযোগ দিতে হবে।'