promotional_ad

দুর্নীতি রুখতে আইনের প্রয়োগ ঘটাবে বিসিবি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই দুর্নীতি রোধে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের একটি ইংরেজি দৈনিককে এমনটাই নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। 


করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সকল ধরণের ক্রিকেট ম্যাচ। অনেকটা ঘর বন্দী অবস্থায় দিনপাত করছেন ক্রিকেটাররা। এমতাবস্থায় ক্রিকেটের চেয়ে নিজেদের জীবনকে বেশি প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন নিজামউদ্দিন। একই সঙ্গে পরিস্থিতি অনুকূলে আসলে দুর্নীতির বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে উল্লেখ করেন তিনি।



promotional_ad

বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, 'আমরা অস্বীকার করছি না। ক্রিকেটে দুর্নীতি রুখতে আইনের অনেক প্রয়োজন আছে। এটি অবশ্যই সাহায্য করে। আমাদের আইনের প্রয়োগ ঘটাতে হবে। তবে এখনই সঠিক সময় নয় ম্যাচ ফিক্সিংয়ে জোর দেয়া। অন্য কিছুর চেয়ে এখন জীবনকে বেশি গুরুত্ব দিতে হবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা আইনগুলো নিয়ে আলোচনা করবো দুর্নীতি বন্ধ করার জন্য।'  


ক্রিকেটে বাজিকরদের হস্তক্ষেপ নতুন কিছু নয়। বাজিকরদের সঙ্গে হাত মিলিয়ে অনেক তারকা ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। হ্যান্সি ক্রনিয়ে, সেলিম মালিক থেকে শুরু করে হালের সালমান বাট, মোহাম্মদ আসিফ কিংবা বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল রয়েছেন এই তালিকায়। 


ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া দুর্নীতি রুখতে আগের চেয়ে তৎপর হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কিছুদিন আগে ক্রিকেটারদের হুশিয়ারও করে দিয়েছে তারা। করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা খেলোয়াড়রেরাও দুর্নীতির জালে পা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আইসিসি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball