আবারো বাবা হচ্ছেন সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর প্রায় তিন বছর পর ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোল জুড়ে আসে আলাইনা হাসান অব্রি। এবার দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব। সামাজিক যোগ???যোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ফেসবুকে অব্রির একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন 'বড় বোনের দায়িত্ব'। ছবিতে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’
বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। করোনাভাইরাসের কারণে গত মাসে যুক্তরাষ্ট্রে পা রেখে টানা ১৪ দিন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
নিউইয়র্কের একটি হোটেলে দুই সপ্তাহ কাটিয়ে এরপর ফেরেন স্ত্রী এবং সন্তানের কাছে। আর কোয়ারেন্টাইন থেকে ফিরেই নতুন সুসংবাদ পেতে যাচ্ছেন আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব।