ইনডোরে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার?

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনা পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের পদক্ষেপ নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার কথাও জানিয়েছে তারা।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এমনটাই জানিয়েছেন। অবশ্য বিসিবি চাইলেও সবকিছু নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদের উপর। কারণ মাঠটির মালিক যে তারাই। এক্ষেত্রে এই সংস্থার অনুমতির অপেক্ষায় থাকতে হচ্ছে বিসিবিকে।

নিজামউদিন বলেছেন, 'দেখুন আমরা তো মাঠের মালিক নই। এটা এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) অধীনে। তাই আমাদের এখানে বলার কিছু নেই যদি সরকার তাদের অবকাঠামো ব্যবহার করতে চায়। যদিও আমি বলতে চাই আমরা আমাদের সেরাটা দিয়ে সাহায্যের চেষ্টা করবো।'
তবে নিজামউদ্দিনের মতে শের-ই বাংলার চেয়ে মিরপুরে ইনডোর স্টেডিয়াম বেশি কার্যকরী হতে পারে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের ক্ষেত্রে। শের-ই বাংলায় সেন্টার স্থাপনকে সময়সাপেক্ষ হিসেবেও মনে করেন তিনি।
বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়ামে কিছু করতে হলে আগে সেটি পুরোপুরি ঢেকে ফেলার ব্যবস্থা করতে হবে। এটি আবার সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমাদের একটি ইনডোর রয়েছে। কোয়ারেন্টিন সেন্টার বা এ জাতীয় কিছু যদি করতে হয়, আমি মনে করি সে জন্য ইনডোরটি যথোপযুক্ত। পর্যাপ্ত জায়গা আছে। ব্যবস্থাপনার কাজটিও দ্রুততম সময়ের মধ্যে করা যাবে।’