নিজেকে জেলখানার কয়েদি মনে হচ্ছেঃ লিটন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফর্মের তুঙ্গে থেকে জিম্বাবুয়ে সিরিজ শেষ করেছিলেন লিটন দাস। প্রস্তুত হচ্ছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় পর্বের জন্য। কিন্তু করোনা আতঙ্কে হুট করেই যেন বদলে গেল সব।
মহামারী এই ভাইরাসটির প্রাদুর্ভাবে স্থগিত হয়ে গেছে পাকিস্তান সিরিজের শেষ পর্বটি। একই সঙ্গে থমকে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। আবার কবে খেলোয়াড়রা ফিরবেন ২২ গজের লড়াইয়ে সেটা নিশ্চিতভাবে বলতে পারছে না কেউই।

করোনাভাইরাসের প্রভাবে সামাজিক দূরত্ত্ব নিশ্চিত করার কারণে ঘর থেকে বের হওয়া বন্ধ সবারই। ফলে সারাদিন মাঠে পরে থাকা এই ক্রিকেটার ঘরে থেকে নিজেকে জেলখানার কয়েদি মনে করছেন। এই পরিস্থিতিতে আপাতত ক্রিকেট নিয়ে কিছুই ভাবছেন না ডানহাতি এই ব্যাটসম্যান।
দেশের ইংরেজি দৈনিক দ্যা নিউ এজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ সব কথা জানান। লিটন বলেন, 'আপনারা অনেকেই পরিস্থিতি বুঝতে পারছেন না। এখনও বাইরে বের হচ্ছেন। আমি তো জেলখানার কয়েদির মতো জীবনযাপন করছি।'
'এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কিছুই ভাবছি না। পুরো বিশ্ব হুমকির মধ্যে আছি। যদি বেঁচে থাকি তখন ক্রিকেট কেন, যে কোনো কিছু করা যাবে। কিন্তু এখন ক্রিকেট নিয়ে ভাবার সঠিক সময় না।'
কয়েকদিন আগেই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লিটনের স্ত্রী সঞ্চিতা। নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি। অল্পের জন্য বড় একটি একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও হাতের কিছু অংশ পুড়ে যায় সঞ্চিতার।
স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে লিটন বলেন, 'ও এখন ভালো আছে। তেমন ভয় নেই। দুর্ঘটনার পর রান্নাঘরের গ্যাস সিলেন্ডারের সিস্টেম বদলে ফেলেছি। সঞ্চিতার এখন বড় কোনো সমস্যা হচ্ছে না।'