promotional_ad

'ইনজুরি আক্রান্ত বোলার কখনো শতভাগ ফিট হয় না'

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরি আক্রান্ত একজন পেসার কখনোই শতভাগ ফিট হতে পারেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তাঁর মতে ইনজুরিতে পড়লে কোনোভাবেই আগের অবস্থানে ফেরা সম্ভব নয় একজন বোলারের। 


ক্রিকেট খেলায় পেসারদের ইনজুরি একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। শোয়েব আকতার, প্যাট কামিন্স থেকে শুরু করে বিশ্বের সকল খ্যাতনামা পেসাররাই দীর্ঘ সময় লড়াই করেছেন ইনজুরির সঙ্গে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।



promotional_ad

পেসারদের ফিটনেস প্রসঙ্গে দেবাশিষ বলেছেন, 'বোলারদের ইনজুরি নানা ধরণের হয়ে থাকে। তাদের কেউই শতভাগ ফিট নয়। আর তাদের শতভাগ ফিটনেস নিশ্চিত করা সম্ভবও নয়। যখন কেউ ইনজুরিতে পড়ে সে কখনো পুরোপুরি ফিট কিংবা আগের অবস্থানে ফিরতে পারে না।' 


অবশ্য ইনজুরি কাটিয়ে ফেরার ক্ষেত্রে বয়সকে একটি বড় ফ্যাক্টর হিসেবে আখ্যা দিয়েছেন বিসিবির এই চিকিৎসক। পূর্ণ বয়স্ক ব্যক্তিদের আরোগ্য লাভের ক্ষমতা অনেকটাই কম বলে মনে করেন তিনি। 


দেবাশিষ বলেন, 'এটা বয়সের উপর নির্ভর করে। একটি শিশু দ্রুত আরোগ্য লাভ করতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের চেয়ে। আমরা সাধারণত পেসারদের খেলায় ফিরিয়ে আনি ইনজুরি ম্যানেজমেন্টের মাধ্যমে। এভাবেই আমরা তাদেরকে ফিট রাখছি বছরের পর বছর।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball