promotional_ad

সুযোগ হারানোর আক্ষেপে পুড়ছেন মুমিনুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাটিতে টেস্ট খেলতে পারার সুযোগ হাতছাড়া হওয়াকে হতাশার বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।  করোনা ভাইরাসের কারণে স্থগিত বা বাতিল হচ্ছে একের পর এক ক্রিকেট সিরিজ। সেই তালিকায় যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও। 


আগামী জুন মাসে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু সিরিজটি মাঠে গড়ানো নিয়ে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন অজি টেস্ট অধিনায়ক টিম পেইন। তাঁর বিশ্বাস উদ্ভূত পরিস্থিতিতে কোনোভাবেই সিরিজটি আয়োজন করা সম্ভব হবে না। 



promotional_ad

এমতাবস্থায় হতাশ মুমিনুল বলেছেন, 'টেস্ট খেলতে না পারাটা আসলেই বেশ হতাশার। যেহেতু ঘরের মাটিতে আমাদের বেশ কয়েকটি টেস্ট হওয়ার কথা ছিল এবং এখানে আমাদের পরিসংখ্যান ভালো বিদেশের তুলনায়। তাই এই দিক থেকে চিন্তা করলে আমরা অবশ্যই সুযোগ হারিয়েছি। তবে আমাদের এটাও বুঝতে হবে যে ক্রিকেট খেলার চেয়ে আমাদের কাছে নিজেদের জীবন বেশি গুরুত্বপূর্ণ।'  


টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন হওয়ায় এবছর না হলেও পরের বছর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, বিশ্বাস মুমিনুলের। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আস্থা রাখছেন তিনি। বাকিদের মতো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন তিনিও।


মুমিনুলের ভাষ্যমতে, 'যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ তাই এখানে কিছু সুযোগ আছে। তাদেরকে খেলতেই হবে। এই বছর না হলেও হয়তো আগামী বছর হবে। কারণ এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।তারা যদি না খেলে তাহলে তাদের জন্য ভালো কিছু হবে না, আমাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। যখন পরিস্থিতির উন্নতি হবে, বোর্ড হয়তো সবকিছু ঠিক করে ফেলবে। তবে এখন আমাদের পুরো পরিস্থিতির প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমে সবকিছু স্বাভাবিক হতে হবে, তাহলে সবকিছু ভালো হবে।'  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball