২০০ পরিবারের খাবারের ব্যবস্থা করলেন মোসাদ্দেক

ছবি: ছবি- ফেসবুক

|| ডেস্ক রিপোর্ট ||
বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা পাওয়া করোনাভাইরাসে জুবুথুবু অবস্থা বাংলাদেশের। প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত নতুন রুগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় দেশের মানুষকে নিরাপদে রাখতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকার।
এক্ষেত্রে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে তাদের জন্য। এসকল দিন আনা দিন খাওয়া মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহে প্রায় ২০০ পরিবারের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছেন মোসাদ্দেক। একই সঙ্গে একটি ভিডিও বার্তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সেই ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেন, 'সবাই ভালো থাকুক। এবং এ মহামারি থেকে আমরা সবাই যেন মুক্তি পাই। এর কারণে আমাদের বাংলাদেশের কোনো মানুষের যেন মৃত্যু না ঘটে। তিনি বলেন, এখন আমার জায়গা থেকে কিছু করার চেষ্টা করছি। এখানে বসে আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আমি সবার উদ্দেশে বলব, আপনারা যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন।'
অবশ্য শুধু মোসাদ্দেক নন, করোনা পরিস্থিতি মোকাবিলায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আরো অনেকেই। দুই দিন আগেই মাশরাফি এবং তামিমের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা ৩০ লাখ ১৫ হাজার টাকার তহবিল গঠন করেন।