ঘরে বসে দেখা যাবে ডিপিএলও

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারই প্রথম ডিপিএলের ম্যাচগুলো সরাসরি দেখানো হবে। পিস ভিশিন অ্যাপ অথবা ইউটিউবে দেখা যাবে ম্যাচগুলো। বিসিবির ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ নাসু ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসির আহমেদ বলেন, `অ্যাপের মাধ্যমে সরাসরি এবারের ডিপিএলের ম্যাচগুলো দেখা যাবে। বিসিএল, এনসিএলের মতোই। আমরা আশা করছি দিনের ৩টি ম্যাচই একসঙ্গে দেখাতে পারবো।'
বাংলাদেশে প্রথমবার হলেও পিচ ভিশন প্রযুক্তির ব্যবহার হচ্ছে বহু দেশে। খেলোয়াড়, কোচ, দর্শক। সবার জন্যই সুফল নিয়ে আসছে এ সফটওয়্যার।
পিচ ভিশনের মাধ্যমে সুফল পাবে নির্বাচকরা। খেলা যেখানেই হোক ঘরে বসে তারা মূল্যায়ন করতে পারবেন যে কাউকে।