promotional_ad

মাইক সরিয়ে নিলেই বের হতো থলের বেড়াল!

ছবি- বিসিবি
promotional_ad

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||


না বলা অনেক কথা হয়ত কোনো একদিন বলবেন, তবে এখনই নয়। নিশ্চিত যে সেগুলো নিয়ে বিতর্কও তৈরি হবে। কিন্তু যেহেতু আরো কিছুদিন শুধুই খেলোয়াড় হিসেবে চালিয়ে যেতে চান, তাই খেলোয়াড়ী জীবনে বিতর্ক উসকে দিয়ে শিরোনাম হতে চাননি মাশরাফি বিন মর্তুজা। এজন্যই বৃহষ্পতিবার অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়া সংবাদ সম্মেলনে অনেক কিছু নিয়েই সরব হতে চাননি তিনি।


আনুষ্ঠানিক কোনো বক্তব্য তা নিয়ে না দিলেও অনানুষ্ঠানিক অনেক কথা জমে থাকার বিষয়টিও এসেছে তার কথায়। যে কথা বলেছেন, এর সারমর্ম হল সামনে থাকা মাইক্রোফোনটি সরিয়ে নিলেই থলের বেড়াল বের করে দিতে পারতেন তিনি!


promotional_ad

সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে এক পর্যায়ে বলেই ফেলেছেন, ‘মাইক সরিয়ে নিলে থলে খুলে দেওয়া যাবে!’ এরপর আর বুঝতে বাকি থাকে না যে অধিনায়কত্বের লম্বা ভ্রমণে অনেক অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে তাকে।


বিশেষ করে ২০১৭ সালের শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে তাকে অবসর নিতে বাধ্য করার খবরও কোনো না কোনোভাবে বাইরে চলে এসেছে। অধিনায়ক হিসেবে তার শেষ সংবাদ সম্মেলনেও উঠেছিল প্রসঙ্গটি।


তেমন কিছু যে ঘটেছিল, ঘুরিয়ে-পেঁচিয়ে বলা কথায় আছে এর সত্যতাও, ‘আমি আপনাকে একটু ঘুরিয়েই বলি। আমি ক্রিকেট খেলছি ২০ বছর ধরে। যে ৫ দিনও ক্রিকেট খেলেছে, তাকেও কোনো সিদ্ধান্ত নিতে হলে ন্যূনতম সময় দেওয়া উচিত। আমি আপনাকে এভাবেই বলব। আর যদি কিছু ঘটেও থাকে, সেগুলো নিয়ে আমি আমার খেলোয়াড়ী জীবনে আলোচনায় আসতে চাই না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball