আবাহনী-মোহামেডানের হারানো জৌলুস দেখতে চান তাসকিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একসময় আবাহনী-মোহামেডানের খেলা মানেই ছিল দর্শকদের কাছে উন্মাদনার এক ম্যাচ। কিন্তু কালের বিবর্তনে সেই জৌলুস এখন হারিয়েই গেছে বলতে গেলে। গ্যালারির দর্শক সময়ের সাথে সাথে কমতে কমতে এখন প্রায় শূণ্যের কোঠায়।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বেশিরভাগ ম্যাচেই খালি থাকে গ্যালারি। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলের আসরকে সামনে রেখে এমন আক্ষেপ ফুটে উঠেছে মোহামেডানের পেসার তাসকিন আহমেদের কন্ঠে। আগের মতো আবাহনী-মোহামেডানের জৌলুস নেই বলে মনে করেন তিনি।

তাসকিন বলেন, 'এর আগে চারটি মৌসুম আমি আবাহনীতে খেলেছি। সবসময় আমি যখন খেলা শুরু করেছি তখন থেকেই আবাহনী-মোহামেডান নাম দুটি ভিন্ন লাগতো। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি এবার মোহামেডানে খেলতে পেরে। তবে এটা ঠিক যে আগের মতো একটু জৌলুস কম। এর আগে আমি যখন আবাহনী মাঠে অনুশীলন শুরু করেছি তখন দেখা যেত যে ঢাকা লিগেও আবাহনী-মোহামেডান খেলা হলে গ্যালারি ভর্তি দর্শক থাকতো। দাঁড়ানোরও জায়গা থাকতো না।'
খেলার মাঠে আগের দিনের সেই পুরোনো আবহের দেখা পেতে চান তাসকিন আহমেদ। দেখতে চান গ্যালারিতে আবাহনী-মোহামেডানের খেলাকালীন দর্শকদের উন্মাদনা। এই কারণে সমর্থকদের প্রতি আবারো মাঠে ফেরার আহ্বান জানান তরুণ এই তারকা পেসার।
তাসকিনের ভাষ্যমতে, 'আমি বলবো যারা ক্রিকেট প্রেমী আছে ঢাকা লিগে যেন আরো বেশি আসে এবং আবাহনী-মোহামেডানের সমর্থক তারা যেন মাঠে এসেই সমর্থন করে। এই সমর্থনটা থাকলে হয়তো আগের মতো চার্ম ফিরে আসবে।'