promotional_ad

'আমরা চাই না আকবরদের হারাতে'

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আকবর আলী, তৌহিদ হৃদয়রা। দেশের ক্রিকেটে সেরা সাফল্য এনে দেয়া এই তরুণদের নিয়ে অসীম প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমিদের।


এর ব্যতিক্রম নন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসানও। আকবরদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা আগামীতে দেশের মুখ আরও উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করেন তিনি। 



promotional_ad

বৃহস্পতিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ৯ সদস্যকে সম্বর্ধনা দিয়েছে দেশের ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বিকেএসপি। এই ক্রিকেটাররা সকলেই বিকেএসপির ফসল।সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাশীদুল হাসান আকবরদের নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন। 


বিকেএসপির মহাপরিচালক বলেন, 'আমার কাছে যেটা স্পষ্ট সেটা হচ্ছে ওদেরকে দিয়ে আমাদের অনেক বড় আশা, আমরা চাই না এটা হারাতে। এই কারণেই আমাদের যে অবকাঠামো আছে এর পূর্ণ ব্যবহার আমরা করবো এবং ওদেরকে একটি ভালো প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো।'   


বিকেএসপির ছাত্র হিসেবে সকল ধরণের সুযোগ সুবিধাই পাবেন আকবররা। সিনিয়র কোচদের অধীনে তাদেরকে বাড়তি প্রশিক্ষণও দেয়া হবে বলে নিশ্চিত করেন রাশীদুল।



সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'ওরা যেহেতু আমাদের ছাত্র এবং এখনও যেহেতু পড়ছে তাই এখানকার সকল সুবিধা তারা পাবে এবং এরা যখন এখানে থাকবে তখন একই ধরণের প্র্যাকটিস সেশনের সঙ্গে তাদের সম্পৃক্ত করা হবে। পাশাপাশি আমাদের চোখ যেহেতু তাদের ওপর আরেকটু বেশি পড়বে অবশ্যই আমরা আমাদের সিনিয়র কোচ যারা আছে তাদেরকে কিছু নির্দেশনা দিব যেন এদের দেখভালটা আরো বেশি উন্নত হয় এবং সার্বক্ষণিক হয়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball