আকবরদের সম্বর্ধনা দেবে বিকেএসপি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে বাংলাদেশের যুবারা। দারুণ এই সাফল্যের পর এরই মধ্যে আকবর আলীদের সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার দেশের ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) বিশ্বকাপজয়ী ৯ সদস্যকে সম্বর্ধনা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

বিকেএসপি থেকে উঠে আসা এই ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অধিনায়ক আকবর আলীও।এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সম্বর্ধনার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান।
ঘোষণা অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় বিকেএসপির এই নয় ক্রিকেটারকে সম্বর্ধনা দেয়া হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল।
১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো মিরাজ-শান্তদের দল। তবে এবারই সেরা সাফল্য বয়ে আনলো যুবারা।