promotional_ad

প্রিমিয়ার লিগে থাকছে না বিদেশি ক্রিকেটার

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট  ||


ঢাকা প্রিমিয়ার লিগের প্রায় প্রতি আসরেই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় ক্লাবগুলো। তবে আগামী আসরে এর ব্যত্যয় ঘটছে বলে জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম। 


দেশি ক্রিকেটারদের আরো সুযোগ দিতে আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটার না রাখার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। 



promotional_ad

এই প্রসঙ্গে কাজী এনাম বলেন, 'বিদেশি খেলোয়াড় না থাকাটা আমাদের আরো বেটার অপশন দিচ্ছে। দেখুন বিসিএল, এনসিএলেও কিন্তু আমাদের বিদেশি ক্রিকেটার নেই। সেক্ষেত্রে স্থানীয় ক্রিকেটাররা আরো সুযোগ পাবে খেলার।'


বিদেশি ক্রিকেটার ছাড়া প্রিমিয়ার লিগ ভালোভাবেই সফল হবে বলে মনে করেন সিসিডিএম চেয়ারম্যান। বোর্ড এবং ক্লাবের যোগসাজশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। 


এনাম বলেন, 'আমরা এই বছর বিদেশি ক্রিকেটার ছাড়া দেখতে চাই যে কিভাবে এটা কাজ করে। এটা ক্লাবদের পক্ষ থেকে ছিল, বোর্ড থেকেও এটা আলাপ হয়েছিল, সব এক সঙ্গেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।'



৫০ ওভারের টুর্নামেন্ট দিয়ে শুরু হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর অনুষ্ঠিত হবে ২০ ওভারের টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় ২০ ওভারের টুর্নামেন্টও আয়োজন করছে সিসিডিএম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball