promotional_ad

ভারত বধের সুখস্মৃতি প্রেরণা যোগাচ্ছে জাহানারাকে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৮ সালের নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে সালমা-জাহানারাদের বাংলাদেশ। দারুণ এই জয় থেকে প্রাপ্ত আত্মবিশ্বাসই আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ভালো খেলার প্রেরণা জোগাবে বলে মনে করেন নারী দলের অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলম।  


ভারতের বিপক্ষে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেয়া জাহানারার বিশ্বাস অস্ট্রেলিয়ার মাটিতেও নিজেদের সাফল্য অব্যাহত রাখতে পারবে তাঁর দল। একই সঙ্গে অভিজ্ঞতার দিক থেকেও দলকে এগিয়ে রাখছেন জাহানারা।



promotional_ad

এই প্রসঙ্গে তিনি বলেন,  '২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারানো অবশ্যই অনেক বড় প্রাপ্তি। সেই আত্মবিশ্বাস আমরা সঙ্গে করে নিয়ে এসেছি এবং এটা আমাদের চতুর্থ বিশ্বকাপ। এই মুহূর্তে আমরা বেশ অভিজ্ঞ। তবে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলবো।'


অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এর আগে তেমন খেলার অভিজ্ঞতা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তাই ভিডিও ফুটেজ দেখেই তাদের খেলার ব্যাপারে ধারণা নিচ্ছে টাইগ্রেসরা। এই ব্যাপারে জাহানারার ভাষ্য, 'আমরা আমাদের প্রতিপক্ষের ব্যাপারে তেমন জানি না। আমরা শুধু তাদের খেলা টিভিতে দেখেছি। তবে আমরা বেশ আত্মবিশ্বাসী আমাদের অনুশীলন এবং প্রস্তুতি নিয়ে। এখন দেখা যাক কি হয়।'  


নিজেদের বোলিং এবং ফিল্ডিং নিয়েও বেশ আত্মবিশ্বাসী জাতীয় দলের এই অলরাউন্ডার। তাঁর বিশ্বাস প্রতিপক্ষকে ১২০ রানের নিচে আটকে রাখার মতো সামর্থ্য রয়েছে তাঁর দলের। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



জাহানারা বলেন, 'আমাদের ফিল্ডার এবং বোলাররা অনেক ভালো করছে। তাই আমি মনে করি প্রতিপক্ষকে আমরা ১২০ রানের নিচে আটকে রাখতে পারবো। আমাদের সেই সামর্থ্য আছে। কারণ আমরা গত বিশ্বকাপে সেটা দেখিয়েছি। আমাদের এই আত্মবিশ্বাস রয়েছে এবং আমরা এটা নিয়েই মাঠে নামতে চাই।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball