সেঞ্চুরিয়ান ইয়াসিরের ব্যাটে লিডের স্বপ্ন দেখছে ইমরুলবাহিনী

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন পূর্বাঞ্চলের মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী। উত্তরাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে অনবদ্য একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
ইয়াসিরের ১৩৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৬১ রান সংগ্রহ করেছে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের চেয়ে মাত্র ১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা। ইয়াসিরে সঙ্গী হিসেবে ৬ রান নিয়ে খেলতে নামবেন নাঈম হাসান।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের দ্বিতীয় দিন ২ উইকেটে ৩ রান নিয়ে খেলা শুরু করে ইমরুল কায়েসের পূর্বাঞ্চল। দলীয় ২৭ রানের মাথায় তিন নম্বর উইকেটটি হারিয়ে ফেলার পর ইয়াসির আলী এবং অধিনায়ক ইমরুলের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় পূর্বাঞ্চল।

ইমরুল ১৫৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে আউট হলেও দিনের শেষভাগ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইয়াসির। এছাড়া আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ২৬ রান।
উত্তরাঞ্চলের স্পিনার সানজামুল ইসলামের বোলিং ঘূর্ণিতে পূর্বাঞ্চলের আর কোনও ব্যাটসম্যানই দুই অংকের ঘরে রান করতে পারেননি। ৪২ ওভারে ৯২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার সানজামুল। এছাড়া ৭১ রানে ২ উইকেট নেন সঞ্জিত সাহা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে নাঈম হাসানের বোলিং তোপে ২৭২ রানে অলআউট হয় নাঈম ইসলামের নেতৃত্বাধীন উত্তরাঞ্চল।
১০৭ রান খরচায় ৮ উইকেট শিকার করেন পূর্বাঞ্চলের স্পিনার নাঈম। তার দারুণ বোলিংয়ের সামনেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওয়ানডে স্টাইলে খেলে ১৫৭ বলে ১৪০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাঈম।
সংক্ষিপ্ত স্কোরঃ (দ্বিতীয় দিন শেষে)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২৭২/১০ (৮২.৪ ওভার) (মুশফিক ১৪০, নাঈম ৩১; নাঈম হাসান ৮/১০৭, হাসান ২/৫০)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬১/৭ (৯৬ ওভার) (ইয়াসির ১৩৪*, ইমরুল ৭৬; সানজামুল ৫/৯২, সঞ্জিত ২/৭১)