promotional_ad

প্রতিপক্ষকে ফাঁসাতে রাজ্জাকদের অভিনব কৌশল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে অভিনব এক পন্থা অবলম্বন করেছে আব্দুর রাজ্জাকদের দক্ষিণাঞ্চল। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে ১২১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করে তারা! 


মূলত প্রতিপক্ষকে .০৫ পয়েন্ট বোনাস না দেয়ার জন্যই এই কৌশল প্রয়োগ করে দক্ষিণাঞ্চল। বিসিএলের নিয়ম অনুযায়ী কোনো দল যদি ১০০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিতে পারে তাহলে .৫০ পয়েন্ট বোনাস পাবে। 


প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ২৩৫ রানে অলআউট হওয়ার পর খেলতে নেমে ১১৪ রানের মাথায় ২৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। পরবর্তীতে সবাইকে হতবাক করে দিয়ে বড় ব্যবধানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করে দেয় তারা। ফলে বোনাস পয়েন্ট থেকে বঞ্চিত হয় শুভাগত হোমের নেতৃত্বাধীন মধ্যাঞ্চল। 


কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা নাও হতে পারে রাজ্জাকবাহিনীর। কারণ গত ম্যাচে উত্তরাঞ্চলকে ৬ উইকেটে হারানো মধ্যাঞ্চল তৃতীয় রাউন্ডের এই ম্যাচে রাজ্জাকদের হারিয়ে দিলে এক বোনাস পয়েন্ট পাবে। ফলে ৯.৫ পয়েন্ট নিয়ে খেলতে নামা মধ্যাঞ্চলের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১৮.৫০ এ। 



promotional_ad

সেক্ষেত্রে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যকার আরেক ম্যাচে পূর্বাঞ্চল জয় পেলে পয়েন্টের ভিত্তিতে ফাইনাল খেলবে মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চল। এমনটা হওয়া অবশ্য অসম্ভব নয় মোটেই। কারণ ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণাঞ্চলের চেয়ে ৩৩০ রানে এগিয়ে থেকে খেলা শেষ করেছে শুভাগত হোমের মধ্যাঞ্চল। হাতে এখনও দুই দিন থাকায় জয়ের স্বপ্ন দেখতেই পারে তারা। অর্থাৎ প্রতিপক্ষকে বিপদে ফেলতে গিয়ে রাজ্জাকরাই হয়তো বিপদে পড়তে যাচ্ছে। 


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে ২৩৫ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চল বোলারদের দারুণ বোলিংয়ের সামনে মার্শাল আইয়ুব ছাড়া সুবিধা করতে পারেননি আর কেউই। এক প্রান্ত আগলে রেখে ১১৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন মার্শাল। 


দক্ষিণাঞ্চলের হয়ে ৭৮ রানে ৩ উইকেট নেন মেহেদি হাসান। এছাড়া শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক এবং নাসুম আহমেদ পান দুটি করে উইকেট। এরপর নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২ উইকেটে ২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে দক্ষিণাঞ্চল। এরপর আজ দ্বিতীয় দিন মাত্র ২৮.২ ওভার পর্যন্ত খেলার পর ১২১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করে দেয় তারা। মধ্যাঞ্চলের হয়ে ৪২ রান খরচায় ২টি উইকেট নেন ইফরান হোসেন। 


বড় ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ??াজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেটে ২০৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে মধ্যাঞ্চল। ১২২ রানে অপরাজিত থাকেন শান্ত। তার সঙ্গী জাবিদ হোসেন এখনও রানের খাতা খোলেননি। দক্ষিণাঞ্চলের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এছাড়া শফিউল ২টি এবং রাজ্জাক একটি উইকেট নেন। 


সংক্ষিপ্ত স্কোরঃ দ্বিতীয় দিন শেষে



মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৩৫/১০ (৮২.২ ওভার) (মার্শাল ১১৬, মুস্তাফিজ ৩০*; মেহেদি ৩/৭৮, শফিউল ২/২৪)  


দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ  ১১৪/৪ (২৮.২ ওভার) (ডিক্লেয়ার) (নুরুল ৪৮*, শামসুর ২৫; ইফরান ২/৪২, শুভাগত ১/০) 


মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২০৯/৬ (৬৯ ওভার) (শান্ত ১২২*, রকিবুল ৩৯; নাসুম ৩/৫৫, শফিউল ২/৩৬) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball