promotional_ad

দল নির্বাচনে হস্তক্ষেপ করবেন পাপন?

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দল নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে এর আগে বহুবার সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার আবারো সেই একই কাজ করতে যাচ্ছেন তিনি। বুধবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বোর্ড প্রধান। 


গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সঠিক ছন্দে নেই বাংলাদেশ। প্রায় প্রতি সিরিজেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন ক্রিকেটাররা। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টেও ইনিংস ব্যবধানে হেরে এসেছে মুমিনুল হকরা।



promotional_ad

সেই ম্যাচেও লড়াইয়ের ছিটেফোঁটা দেখা যায়নি তামিম, মাহমুদউল্লাহদের মাঝে। তাই এবার দল গঠনের ব্যাপারে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন পাপন। এই বাংলাদেশকে একেবারেই যেন চিনতে পারছেন না তিনি।  


এই প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, 'লক্ষ্য তো অনেক কিছুই থাকে। কিন্তু হঠাৎ করে যেন ছন্দপতন হচ্ছে বাংলাদেশ দলে। গত বিশ্বকাপের পর থেকে একেবারে যাচ্ছেতাই অবস্থা। আমার তো মনেই হয় না এটা বাংলাদেশ দল। আপনারা আমার নাম দিয়েছিলেন মিস্টার ইন্টারফিয়ারার, শিরোনাম দেখলাম সংবাদপত্রে। তেমন আরেকটি নাম হয়তো আবারো দেখা যেতে পারে। দলে হস্তক্ষেপ করতে হবেই, এছাড়া আর উপায় নেই।' 


 এর আগে দলের প্রতিটি সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকতেন বিসিবি প্রধান। কিন্তু গত ভারত সফর থেকেই আর দলের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলান না তিনি। এই কারণেই পারফরম্যান্সের এই বেহাল দশা বাংলাদেশের বলে মনে করেন নাজমুল হাসান। 



তিনি বলেন, 'এর আগে টসে জিতলে কি নিব, স্কোয়াড কি হবে, কে কত নাম্বারে নামবে এসব আমার মুখস্ত থাকতো, মানে আমার সঙ্গে আগেই কথা হতো। কিন্তু সেই ব্যাপারটি এখন আর হয় না। বরং এখন উল্টোটা হয়। আমি এখন যদি জিজ্ঞেস করি টসে জিতলে কি নেয়া হবে, তখন বলা হয় ফিল্ডিং নিব, গিয়ে দেখি ব্যাটিং নেয়া হয়েছে। আমি কিছু বুঝি না যে কি হচ্ছে। এটা শুরু হয়েছে মূলত ভারত থেকে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball