promotional_ad

এখনও হাথুরুসিংহেকে মিস করেন বোর্ড প্রেসিডেন্ট

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। জাতীয় দলের হাত ধরে যে সাফল্য আসেনি এতদিন, তা এসেছে যুবাদের হাত ধরে। তবে ছোটদের এই আনন্দের মাঝেও বড়দের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তায় আছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দলের বর্তমান যে অবস্থা তাতে সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহেকে স্মরণ করেছেন বিসিবি বস।


বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় অনূর্ধ্ব-১৯ দলকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ক্রিকফ্রেঞ্জিকে পাপন জানিয়েছেন, হাথুরুসিংহে থাকলে জাতীয় দলের এমন অবস্থা হতো না। এখনো বাংলাদেশের সাবেক এই কোচকে মিস করেন তিনি। বোর্ড সভাপতি বলেন,`হাথুরুসিংহে থাকলে কি এমন হতো নাকি? আমি এখনও ওকে মিস করি।' 



promotional_ad

চান্দিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। সাবেক এই লঙ্কান ক্রিকেটারের আমলেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের দল।  


একই বছরের নভেম্বরে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলংকা জাতীয় দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে। হাথুরুসিংহে চলে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেনি। 


স্টিভ রোডসের অধীনে ২০১৯ বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। বিশ্ব আসরের পর পরই জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন এই ইংলিশম্যান। রোডসের পর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় রাসেল ডমিঙ্গোকে। 



বর্তমান কোচ ডমিঙ্গোর অধীনে এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি দল। উল্টো টানা হারের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হার, ভারতের মাটিতে টেস্ট সিরিজে ভরাডুবি এবং পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইনিংসে হার চিন্তায় ফেলেছে বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball