যুব বিশ্বকাপ জিতলে ওয়ানডে বিশ্বকাপ কেন নয়ঃ আকরাম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে পারলে একটা সময় ওয়ানডে বিশ্বকাপও জিততে সক্ষম হবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের।
বিশ্বকাপ জিতে এরই মধ্যে বীরের বেশে বাংলাদেশে পা রেখেছে আকবর আলীর নেতৃত্বাধীন যুব দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তাদের সম্বর্ধনার ব্যবস্থাও করেছে বিসিবি। আকবর-সাকিবদের এই আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে মিরপুরে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকরাম খান জানান যুবাদের নিয়ে নিজের প্রত্যাশার কথা।

আকরাম বলেন, 'আমার বিশ্বাস ক্রিকেট বোর্ড যদি সঠিকভাবে কাজ করে তাহলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আমরা পাবো। ওদেরকে নিয়ে যদি আমরা খেলি তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় কিছু অর্জন করবো। অনূর্ধ্ব ১৯ দল যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে ওয়ানডে বিশ্বকাপ কেন জিততে পারবো না?'
আকবরদের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটকে আরো উপরে তোলার জন্য অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন আকরাম। শুধু তাই নয়, আগের চেয়ে ক্রিকেট বাংলাদেশে আরো জনপ্রিয়তা লাভ করবে বলে বিশ্বাস তাঁর।
আকরাম খানের ভাষ্যমতে, 'সব অর্জনই কিন্তু একটা দেশকে উপরে তোলার জন্য ভীত হিসেবে কাজে লাগে। অনূর্ধ্ব ১৯ দলের এরা, এত বড় একটা অর্জন করলো। অবশ্যই এটা বাংলাদেশকে উপরে তোলার জন্য খুব বড় একটা কাজ করবে। ক্রিকেটটা আগে যেমন জনপ্রিয় ছিল তার চেয়ে এখন দ্বিগুণ জনপ্রিয় হবে।'