১৯১ রানে এগিয়ে শুভাগতরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৯১ রানে এগিয়ে আছে মধ্যাঞ্চল। দ্বিতীয় দিন শেষে শুভাগত হোমের নেতৃত্বাধীন মধ্যাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ১৮৭ রান। রবিবার (তৃতীয় দিন) ২৮ রানে অপরাজিত থেকে খেলতে নামবেন অধিনায়ক শুভাগত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল নাঈম ইসলামের উত্তরাঞ্চল। কিন্তু মুস্তাফিজুর রহমান এবং আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৬৬ রানে অলআউট হয় তারা।
৬৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাতীয় দলের পেসার মুস্তাফিজ। ১০ রান খরচায় ২ উইকেট নেন স্পিনার আরাফাত সানি। এছাড়া একটি করে উইকেট পান শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম এবং অধিনায়ক শুভাগত।
মধ্যাঞ্চলের বোলিং তোপে সর্বোচ্চ ৫০ রান করেন উত্তরাঞ্চলের অলরাউন্ডার আরিফুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার জুনায়েদ সিদ্দিকির ব্যাট থেকে। অধিনায়ক নাঈম খেলেন ২২ রানের ইনিংস।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৫০ রানে .৩ উইকেট হারিয়ে ফেললেও আব্দুল মজিদ এবং তাইবুর রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপদ কাটিয়ে ওঠে মধ্যাঞ্চল। আরিফুল হকের শিকার হয়ে ফেরার আগে ৯১ বলে ৪৭ রান করেন তাইবুর।
১৩৯ রানের মাথায় তাইবুরের বিদায়ে বেশিক্ষণ টিকতে পারেননি মজিদও। ৬৯ রান করে তাসকিন আহমেদের শিকারে পরিণত হন তিনি। ফলে দলীয় ১৮৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে মধ্যাঞ্চল। পরবর্তীতে অধিনায়ক শুভাগত এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলীর (০) ব্যাটে বাকি সময় নির্বিঘ্নে পার করে তারা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিং করতে নেমে তাসকিন আহমেদের বোলিং তোপে মাত্র ১৭০ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধ্বস নামান উত্তরাঞ্চলের পেসার তাসকিন। এছাড়া ২টি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। মধ্যাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ৭০ রানের ইনিংস খেলেন রকিবুল হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ (দ্বিতীয় দিন শেষে)
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ১৭০/১০ (৪৮.৫ ওভার) (রকিবুল ৭০, সানি ২৮*; তাসকিন ৫/৫৪, শাকিল ২/৩৫)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ১৬৬/১০ (৬৩.৪ ওভার) (আরিফুল ৫০, জুনায়েদ ৪৭; মুস্তাফিজ ৪/৬৮, সানি ২/১০)
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১৮৭/৫ (৫১.৩ ওভার) (মজিদ ৬৯, তাইবুর ৪৭; তাসকিন ২/৪৬, সুমন ১/২২)