যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান আগামীকাল যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। স্ত্রী শিশিরের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়ছেন তিনি।
জুয়াড়ির দেয়া প্রস্তাব আইসিসিকে না জানানোয় গত বছরের অক্টোবরে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এরপর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি বাংলাদেশ দলের সেরা এই অলরাউন্ডারের।

২০১৮ সালে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের জন্য জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন সাকিব। কিন্তু বিষয়গুলো আইসিসিকে অবগত করেননি তিনি। ফলে কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।
আইসিসির দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পান সেক্ষেত্রে দ্রুতই আইসিসিকে জানাতে হবে। সেটা না করলে অপরাধের মাত্রা অনুযায়ী ছয় মাস থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পাবেন অভিযুক্ত ক্রিকেটার।
অবশ্য দুই বছরের নিষেধাজ্ঞা পেলেও প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না সাকিবকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।