তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পূর্বাঞ্চল

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচে ব্যাট হাতে কারিশমা দেখাচ্ছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মধ্যাঞ্চলের বিপক্ষে এরই মধ্যে দারুণ একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন পূর্বাঞ্চলের হয়ে খেলতে নামা এই ব্যাটসম্যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৫ রানে অপরাজিত আছেন তামিম। আর তাঁর সঙ্গী হিসেবে ৪৪ রানে ব্যাটিং করছেন অধিনায়ক মুমিনুল হক। তামিমের সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের সংগ্রহ এক উইকেটে ২১১ রান।

এর আগে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের মুখোমুখি হয় ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। তাইজুল ইসলামের স্পিন জাদুতে প্রথম দিনেই ২১৩ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র দুই বল খেলার সুযোগ পান পূর্বাঞ্চলের ওপেনাররা।
ম্যাচটিতে টস জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পূর্বাঞ্চল অধিনায়ক মমিনুল হক। ব্যাটিং করতে নেমে দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার দেখেশুনে খেলা শুরু করেন।
সাইফ একপ্রান্ত ধরে খেললেও সৌম্য ধীরে ধীরে নিজের সহজাত ব্যাটিং করতে থাকেন। তবে ১৬তম ওভারে এসে হাসান মাহমুদের বলে ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দিয়ে বসেন সৌম্য। ৪৭ বলে ৩৬ রান করে বিদায় নেন তিনি।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (১০) ফেরান আবু জায়েদ রাহি। রকিবুল হাসান (৪), মোহাম্মদ মিঠুন (৩) ও শুভাগত হোমও (৩) ব্যর্থ হয়ে ফিরে যান।
২১৪ বল খেলা সাইফের ব্যাটে আসে ৫৮ রান। ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার। শেষদিকে তাইবুর রহমানের ৪৬ ও সোহরাওয়ার্দী শুভ'র ৩১ রানের সুবাদে দুইশ রানের গণ্ডি পার হয় মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে একাই পাঁচ উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি ও নাঈম হাসান।