তাসকিনের আঘাতে বিপদে রাজ্জাকবাহিনী

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চলঃ ৮৪/৩ (২৫ ওভার) (ফজলে ৩৮*, মাহমুদউল্লাহ ৭*; তাসকিন ২/৩৩, এবাদত ১/২৩)
লাঞ্চ বিরতিতে রাজ্জাকরাঃ ৩ উইকেট হারিয়ে ফেলার পর দক্ষিণাঞ্চলের ব্যাটিংয়ের হাল ধরেন ফজলে মাহমুদ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে আর উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে আব্দুর রাজ্জাকের দল।

জুটি ভাঙলেন তাসকিনঃ দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলার পর তিন নম্বর উইকেটে ৪০ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ এবং শামসুর রহমান। কিন্তু ইনিংসের ২০তম ওভারে বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন তাসকিন। ৭০ রানের মাথায় শামসুরকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। ২৭ রানের ইনিংস খেলেন শামসুর।
বিজয়ের বিদায়ঃ দলীয় ৩০ রানের মাথায় এনামুল হক বিজয়কে বোল্ড করে দক্ষিণাঞ্চলের বিপদ বাড়িয়ে দেন উত্তরাঞ্চলের পেসার এবাদত হোসেন। মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন বিজয়।
শুরুতেই তাসকিনের আঘাতঃ টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আব্দুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল। রানের খাতা খোলার আগেই ওপেনার শাহরিয়ার নাফিসকে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান পেসার তাসকিন আহমেদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। ম্যাচটিতে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উত্তরাঞ্চলের অধিনায়ক নাঈম ইসলাম।