দিনের সেরাঃ মোহাম্মদ আমির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সেরা বোলিং করেছেন মোহাম্মদ আমির। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
এই পাকিস্তানি পেসারের আগুনে বোলিংয়ে রাজশাহীকে ২৭ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। দারুণ বোলিংয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন আমির।

নিজের প্রথম স্পেলে ৩ ওভার বোলিং করে পাকিস্তানের এই পেসার নেন ৪ উইকেট। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে রাজশাহীর ইনিংসের ১৭তম ওভারে আমির তুলে নেন আরও ২ উইকেট।
রাজশাহীর ওপেনার লিটন দাসকে বোল্ড করে শুরু। এরপর আফিফ হোসেন ধ্রুব, অলক কাপালি, আন্দ্রে রাসেলরা এই পাকিস্তানি পেসারের সুইং আর বাড়তি বাউন্সারে কাবু হয়েছেন।
নিজের শেষ ওভার করতে এসে দারুণ খেলতে থাকা তাইজুল ইসলাম এবং শোয়েব মালিককে নিজের শিকার বানান আমির। আর তাতেই বিপিএলের ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছেন বাঁহাতি এই পেসার।