শান্তর হাফ সেঞ্চুরি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১০৭/২ (১৪ ওভার) (শান্ত ৫৭*, মুশফিক ৫*)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যা???ে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে আগে ব্যাটিং করছে খুলনা টাইগার্স।

শান্তর হাফ সেঞ্চুরিঃ
মিরাজ এবং রুশো ফিরে যাওয়ার পর শামসুর রহমান শুভকে নিয়ে ইনিংস মেরামত শুরু করেন শান্ত। দুজনেই হাত খুলে খেলে খুলনার রানের চাকা সচল রেখেছেন। শামসুর ৩২ রান করে রবি বোপারার বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। শান্ত অবশ্য একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
ইরফানের জোড়া শিকার, বিপদে খুলনাঃ
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। তৃতীয় ওভারের শুরুতেই তারা হারায় ওপেনার মেহেদী হাসান মিরাজের উইকেট। তিনি ৮ রান করে মোহাম্মদ ইরফানের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন অলক কাপালির হাতে। এরপর পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই রাইলি রুশোকে ফিরিয়েছেন ইরফান।
খুলনা টাইগার্স একাদশঃ নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।
রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহি।