বাংলাদেশি তরুণদের শক্তির ঘাটতি আছেঃ নিক্সন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের শারীরিক সামর্থ্য নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন পল নিক্সন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই কোচ মনে করেন, শক্তির ঘাটতি আছে নাঈম শেখ, আফিফ হোসেনদের মতো তরুণ ক্রিকেটারদের। তবে বিষয়টি নিয়ে কাজ করলে উন্নতি করা সম্ভব বলে মনে করছেন এই ইংলিশম্যান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হিসেবে সপ্তাহখানেকের মতো বাংলাদেশি ক্রিকেটারদের দেখার পর, এমন মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক এই উইকেটরক্ষক। প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করতে আসা নিক্সন খুব কাছ থেকেই তরুণ ক্রিকেটারদের দেখছেন।

ইংলিশ এই কোচের মতে, আন্দ্রে রাসেল-শহীদ আফ্রিদীদের মতো বল ছাদে পাঠানোর সামর্থ্য থাকা দরকার বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। বিষয়টি নিয়ে কাজ করলে বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে বলে মনে করেন তিনি।
নিক্সন বলেন, ‘মনে হয় খেলায় শক্তির ঘাটতি আছে ওদের। তাদের ছাদে বল পাঠানোর সামর্থ্য দরকার। তাদের শারীরিক সামর্থ্য নিয়ে কাজ করার আছে। প্রতিভা আছে অনেক। তবে এই জায়গায় কাজ করলে আরও ভালো করবে বাংলাদেশি তরুণরা।’
ইংল্যান্ডের হয়ে ১৯টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলেছেন নিক্সন। রিভার্স সুইপ, সুইপ এবং বড় শট খেলার জন্য পরিচিত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২০০৭ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইকেটরক্ষকের।
কোচ হিসেবেও সফল নিক্সন। চট্টগ্রামের দায়িত্ব নেয়ার আগে তিনি কাজ করেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। জ্যামাইকা তালাহওয়াশকে দুইবার শিরোপা জিতিয়েছেন নিক্সন।