মাহমুদউল্লাহর শূন্যতা ভোগাবেঃ ইমরুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত সিরিজ থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই চোটের কারণে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর অবর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বভার দেয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। ভারপ্রাপ্ত এই অধিনায়ক জানিয়েছেন, মাহমুদউল্লাহর শূন্যতা পূরণ করা কঠিন হবে তাঁর দলের জন্য।

মাহমুদউল্লাহর অবর্তমানে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে কাউকে টপ অর্ডারে খেলানো হবে, এমনটাই জানিয়েছেন ইমরুল। দুই ম্যাচ পর মাহমুদউল্লাহ দলে ফিরবেন বলে আশাবাদী তিনি।
এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘রিয়াদ ভাইয়ের না থাকায় কম্বিনেশনটা মানিয়ে নেয়া কঠিন। তাকে দুটি ম্যাচে মিস করব। ওই জায়গাটায় বিদেশি প্লেয়ারও খেলতে পারে আবার স্থানীয় প্লেয়ারও খেলতে পারে।’
মাহমুদউল্লাহর পরিবর্তে যে জায়গা পাবেন, সে সুযোগের সদ্ব্যবহার করবেন বলে বিশ্বাস ইমরুলের। তিনি বলেছেন, ‘এই জায়গাটা রিকভারি করাটা কঠিন। যারাই এই জায়গায় সুযোগ পাবে, তারা এটা কাজে লাগানোর চেষ্টা করবে।’